Tolly Gossip: ৫ দিন পর বিয়ে, এখনও প্রাক্তনের স্মৃতি আঁকড়ে সৌরভ দাস!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 10, 2023 | 12:30 PM

Tolly Gossip: তুখোড় প্রেম ছিল তাঁদের। সৌরভ দাস ও অনিন্দিতা বসুর প্রেমের কথা জানতেন না এমন ছিলেন না কেউই। কিন্তু সেই প্রেম ভাঙে প্রায় দু'বছর আগে। সামনেই দর্শনা বণিককে বিয়ে করছেন সৌরভ। তবু তাঁর ইনস্টাগ্রাম খুললেই এখনও প্রাক্তনের জ্বলজ্বলে উপস্থিতি।

Tolly Gossip: ৫ দিন পর বিয়ে, এখনও প্রাক্তনের স্মৃতি আঁকড়ে সৌরভ দাস!
প্রাক্তনের স্মৃতি আঁকড়ে সৌরভ দাস!

Follow Us

তুখোড় প্রেম ছিল তাঁদের। সৌরভ দাস ও অনিন্দিতা বসুর প্রেমের কথা জানতেন না এমন ছিলেন না কেউই। কিন্তু সেই প্রেম ভাঙে প্রায় দু’বছর আগে। সামনেই দর্শনা বণিককে বিয়ে করছেন সৌরভ। তবু তাঁর ইনস্টাগ্রাম খুললেই এখনও প্রাক্তনের জ্বলজ্বলে উপস্থিতি। ‘ফ্যামিলি’ বলে এক অ্যালবাম রয়েছে তাঁর। সেখানেই অনিন্দিতার সঙ্গে কাটানো নানা মুহূর্তে ফ্রেমবন্দী করে তুলে রেখেছেন সৌরভ। কখনও ‘মন্টু পাইলট’-এর প্রোমোশনের ছবি আবার কখনও বা একসঙ্গে ফটোশুটের মনে রাখার মতো মুহূর্তরা আজও সেখানে জমা আছে যত্নে। দর্শনার সঙ্গে আর পাঁচ দিন পর বিয়ে… তাও কেন স্মৃতি আগলে পড়ে আছে সৌরভ এখনও ভুলতে পারেননি নাকি খানিক অবহেলাতেই আর মোছা হয়ে ওঠেনি তাঁর? প্রশ্ন রেখেছেন তাঁদের ভক্তরা…

সম্প্রতি সন্দীপ্তা সেন বিয়ে করেছেন। সেই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ দাস। ওই একই অনুষ্ঠানে হাজির ছিলেন অনিন্দিতা বসুও। প্রাক্তনের ফের কথা হল কিনা তা অজানা, তবু স্মৃতি যে বড় দায়! ২০২১ সালে পরপর বেশ কিছু ছবিতে একসঙ্গে অভিনয় করেন সৌরভ ও দর্শনা… সেখান থেকেই কাছাকাছি আসা দু’জনের। অতীত ভুলে এখন শুধুই সামনের দিকে তাকাতে চান তাঁরা… যা গেছে তা না হয় যাক।\

Next Article