Ditipriya Roy: প্রেম করছেন দিতিপ্রিয়া? গোপন হোয়াটস অ্যাপ চ্যাট লিক সোশ্যাল মিডিয়ায়

Relationship: অর্জুনের সঙ্গে গোপনে প্রেম করছেন দিতিপ্রিয়া? সোশ্যাল মিডিয়ায় লিক হয়ে গেল চ্যাট? ঠিক কী ছিল সেই চ্যাটে...

Ditipriya Roy: প্রেম করছেন দিতিপ্রিয়া? গোপন হোয়াটস অ্যাপ চ্যাট লিক সোশ্যাল মিডিয়ায়

| Edited By: জয়িতা চন্দ্র

May 14, 2023 | 12:18 PM

একের পর এক ভাল অভিনয় করে দর্শকের নজরে স্থায়ী জায়গা করে নিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। যার ফলে টলিপাড়ার একাধিক কাজ এখন তাঁর ঝুলিতে। সদ্য মুক্তি পাওয়া ওটিটি সিরিজ় ডাকঘর নিয়ে বেশ কিছুদিন চর্চায় ছিলেন তিনি। এবার পালা রাজনীতির। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের মেয়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি। সেই সিরিজের প্রোমোশনেই এখন ব্যস্ত দিতিপ্রিয়া। শেয়ার করলেন তাঁর হোয়াচস অ্যাপ-চ্যাটের বিস্তারিত তথ্য। গোপন প্রেম কাহিনি। তবে না, এটি দিতিপ্রিয়ার ব্যক্তিজীবনের গল্প নয়। ওটিটি সিরিজ়ের চরিত্র রাশির প্রেমকাহিনি। যে রাজনীতির ময়দানে পা রেখেছে কেবল পরিবারের উত্তরসূরী হিসেবেই।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিজের ট্রেলার। হইচইতে মুক্তি পেতে চলেছেন রাজনীতি। বিপরীতে অভিনেতা অর্জুন চক্রবর্তী। ২৬ মে মুক্তি পাবে এই সিরিজ। সেই ছবির চরিত্র রাশি হয়েও অর্জুনের সঙ্গে চ্যাট করলেন তিনি। ভয়েজ বার্তায় বাক্যালাপ শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। যেখানে তাঁর কণ্ঠে উদ্বেগ, ভয় সবটাই প্রতিফলিত হল। অন্যদিকে রাশি অর্থাৎ দিতিপ্রিয়াকে ঘিরে চিন্তার ভাঁজ অর্জুনের কপালেও।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় দিতিপ্রিয়া। অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ছোট থেকেই অভিনয় জগতের সঙ্গে তাঁর গাঁটছড়া। যদিও পরিবারের কেউ সেভাবে চায়নি তিনি অভিনয় জগতে আসুক। বাবা অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রেই পরিচিতি ছিল অনেক। ছোট থেকেই তাঁর অনেকের নজরে পড়েছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

অনেকেই চাইতেন তাঁকে নিয়ে ছবি করতে। তবে খুব একটা সুযোগ মিলত না বাবার শাসনের জন্যই। এরপর শুরু হয় ধীরে ধীরে কাজ করা। ছোট ছোট চরিত্রে অভিনয় করতে শুরু করেন দিতিপ্রিয়া। জনপ্রিয় মা ধারাবাহিকে তিনি চোরের ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপরই এক উল্টো পাঠ আসে তাঁর হাতে।

প্রাণ ঢেলে অভিনয় করে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেন তিনি। তারপর থেকেই যেন দিতিপ্রিয়া নামের বদলে রানিমা-ই তাঁর পরিচয় হয়ে যায়। যদিও দিতিপ্রিয়ার জন্য তা পরম পাওয়া। বর্তমানে একের পর এক বড় প্রজেক্ট তাঁর হাতে। বড় পর্দা থেকে শুরু করে ওটিটি, চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। লেখা পড়ার সঙ্গে পাল্লা দিয়ে করেছেন অভিনয়।