সাধারণত ছবি মুক্তি পাওয়ার পর থেকে দুমাসের অপেক্ষার নির্দেশ দেওয়া হয়েছে ওটিটি মুক্তির ক্ষেত্রে। তবে কান্তারা কি নির্দিষ্ট সময় মতোই মুক্তি পাবে ওটিটি-তে! উঠছে প্রশ্ন। বর্তমানে দক্ষিণী ছবি ঘিরে দর্শকদের মনে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। বছরের শুরু থেকেই দক্ষিণী ছবির দাপট সকলের নজর কাড়ে। পুষ্পা হোক বা কেজিএফ ২, ঝড়ের গতিতে ভাইরাল হয় ছবি বক্স অফিসে। আরআরআর রীতিমত বিদেশের মাটিতেও ঝড় তুলেছে। কান্তারা ছবি ঘিরে দর্শকদের মনে এবার নতুন উত্তেজনা। ছবির প্রেক্ষাপট থেকে শুরু করে গল্পের উপস্থাপনা, বলিউড ছবিকে পাশ কাটিয়ে তা রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে। ইতিমধ্যেই তা বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে। তবেএখানেই শেষ নয়, ট্রেন্ডে চোখ রাখলেই বিষয়টা হয়ে উঠছে স্পষ্ট, আগামী কয়েকদিন এখনও কান্তারা ছবি ভাল ব্যবসা করবে।
কেবল দক্ষিণী ভাষাতেই নয়, অন্যান্য ভাষাতেও বেশ জনপ্রিয় হয়েছে এই ছবি। বিশেষ করে তেলেগু এবং হিন্দিতে করা ছবি দুই থেকে তিন দিনের মধ্যেই লাভের মুখ দেখেছে এবং এখনও এটি আরও মুনাফা তুলে আনতে পারে বলেই বিশেষজ্ঞদের মত। এটা মেনে নিতেই হয়, যে কান্তারার মতো সিনেমা বক্স অফিসে নতুন রেকর্ড তৈরি করাটা ছবির ক্ষেত্রে এক নতুন দিক খুলে দেওয়ার মতো। কারণ দক্ষিণী ছবিতে বারে বারে যে মাটির গন্ধ ফিরে এসেছে তা দর্শকেরা যেভাবে গ্রহণ করেছে, সবটাই ভীষণভাবে প্রশংসিত হচ্ছে চলতি বছরে। বিশেষ করে ছবির ভাষা যখন তেলেগু, পাশাপাশি উত্তরে এই সিনেমার তেমন প্রচার হয়নি। কান্তারার খানিক সাফল্যের পরই ছবির ইউনিটের সদস্যরা প্রচার শুরু করেন। তার আগে থেকেই এই ছবি খবরের শিরোনামে জায়গা করে নেয়।
কেবল তেলেগুতে এই ছবিটি ইতিমধ্যেই প্রযোজক আল্লু অরবিন্দকে ২০ কোটি মুনাফা দিয়েছে, ৫০ কোটি পর্যন্ত এই আয় বৃদ্ধির সম্ভাবনা বর্তমান৷ এছাড়াও, কান্তারা হিন্দিতেও ৫০ কোটির বেশি আয়ের লক্ষ্যে এগিয়ে চলছে। এই মুহূর্তে অন্যান্য ভাষায়ও ছবিটি ভাল কালেকশন করছে। সাপ্তাহিক ছুটির দিন এলেও আয় কমছে না, বড় ছবিগুলো কান্তার সঙ্গে পাল্লা দিচ্ছে ঠিকই তবে দর্শক কান্তারাতে বয়ে নিয়ে চলেছে। যার ফলে এখনই ওটিটি-তে মুক্তি নিয়ে কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি বলে সূত্রের খবর।