অনন্যা পান্ডের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন ঈশান খাট্টার, এই খবর ইন্ডাস্ট্রিতে নতুন কিছু নয়। এমনকি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ওরফে এনসিবি যখন মাদক কাণ্ডে অনন্যাকে ডেকে পাঠায় তখনও পাশে ছিলেন ঈশান। যদিও সময় বদলেছে,একই সঙ্গে বদলেছে ভালবাসাও। অনন্যার এখন মন মজেছে আদিত্য রায় কাপুরে। অন্যদিকে ঈশানও কিন্তু পিছিয়ে নেই বিগত বেশ কিছুদিন ধরেই। বলি পাড়ার খবর, নতুন প্রেমে পড়েছেন ঈশান খাট্টার।
কে তাঁর প্রেমিকা ?এই প্রশ্নই এতদিন সবার মনে ঘুরপাক খাচ্ছিল। এবার রিউমার্ড গার্লফ্রেন্ড চাঁদনী ব্যাজ কে নিয়ে হাজির হলেন ঈশান। কে এই চাঁদনী জানেন?
চাঁদনী কিন্তু ভারতীয় নন। তিনি মালয়েশিয়ার মডেল। যদিও ভারতে কেরিয়ার গড়ার ইচ্ছা নিয়ে তিনি বেশ কিছু সময় ধরেই রয়েছেন মুম্বইয়ে। ইচ্ছে রয়েছে বলিউডে অভিনেত্রী হওয়ার। এই সূত্রেই ঈশানের সঙ্গে আলাপ তাঁর। চাঁদনীর গুণমুগ্ধের সংখ্যা কিন্তু কম নয়। এর আগে ঈশান- চাঁদনীকে নিয়ে অনেক কথা রটলেও এই প্রথম হাতে হাত রেখে একসঙ্গে হাজির হলেন তাঁরা। শুধু তাই নয়, ক্যামেরার সামনে জড়িয়ে ধরে দিলেন পোজও, সম্পর্ক কে কি কার্যত এভাবেই সিলমোহর দিলেন তাঁরা? প্রসঙ্গত, কিছুদিন আগেই বিদেশে উড়ে গিয়েছিলেন অনন্যা। সঙ্গে ছিলেন তাঁর রিউমারড প্রেমিক আদিত্য রায় কাপুরও। যদিওএখনও পর্যন্ত সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি তাঁরা। তবে করণ জোহরের টক শো থেকে শুরু করে নানা ফিল্মি পার্টিতে একসঙ্গে হাজির হন দু’জনে। এবার সেই দলেই নাম লেখালেন ঈশানও। প্রাক্তনদের ‘রিভেঞ্জ গেম; নাকি সত্যিকারের ভালবাসা? উত্তর দেবে সময়।