অজয় দেবগণ অভিনীত ‘দৃশ্যম’ ছবির অঞ্জুকে মনে আছে? ওই চরিত্রে অভিনয় করেছিলেন বাঙালি অভিনেত্রী ঈশিতা দত্ত। মা হলেন তিনি। ছেলে নাকি মেয়ে, কী হল তাঁর? বুধবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঈশিতা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মা ও সন্তান দু’জনেইও ভাল আছেন। গোটা পরিবারে এই মুহূর্তে খুশির আবহ। নতুন সদস্যের আগমনে খুশি যেন আর ধরছেই না। ঈশিতার স্বামীও অভিনেতা। তাঁর নাম বৎশল শেঠ। গর্ভবতী থাকাকালীন নিজের প্রেগন্যান্সি জার্নির প্রতিনিয়ত আপডেট শেয়ার করেছেন ঈশিতা। কিছু দিন আগেই শেয়ার করেছিলেন, মা সাধ খাওয়াচ্ছেন তাঁকে। রকমারি বাঙালি পদের ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, “বাঙালি বেবি শাওয়ার আমার জন্য আয়োজন করেছে আমার মা। ছোট, হঠাৎ করেই কিন্তু সবচেয়ে কাছের।”
এই বছর মার্চ মাসে মা হওয়ার ঘোষণা করেন ঈশিতা। ২০১৭ সালে বিয়ে হয় তাঁদের। এই মুহূর্তে সন্তানকে নিয়ে ব্যস্ত নতুন মা। কাজ আপাতত বন্ধ। ঈশিতার দিদিও কিন্তু একসময়ের লাস্যময়ী অভিনেত্রী। ‘আশিক বনায়া আপনে’র তনুশ্রী দত্তকে মনে আছে? তিনি সম্পর্কে তাঁর নিজের দিদি। এই মুহূর্তে যদিও লাইমলাইট থেকে খানিক দূরে তনুশ্রী। অন্যদিকে ঈশিতা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন।