Janhvi Kapoor Love Life: আর ‘সিঙ্গল’ নন জাহ্নবী কাপুর; পুরনো প্রেমিকের কাছেই ফিরে গিয়েছেন তিনি

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 31, 2022 | 12:54 PM

Bollywood Romance: সম্প্রতি কাকা অনিল কাপুরের জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত হিসেবে এসেছিলেন জাহ্নবীর প্রেমিক।

Janhvi Kapoor Love Life: আর সিঙ্গল নন জাহ্নবী কাপুর; পুরনো প্রেমিকের কাছেই ফিরে গিয়েছেন তিনি

Follow Us

কানাঘুষো শোনা যাচ্ছিল অনেকদিন থেকেই। শোনা যাচ্ছিল, প্রাক্তন প্রেমিকের কাছেই ফিরে গিয়েছেন জাহ্নবী কাপুর। তিনি নাকি আর সিঙ্গল নন। খবরে সীলমোহর পড়েছে সম্প্রতি। সব জল্পনার অবসান হয়েছে সেই সঙ্গে। একটা সময় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করতেন জাহ্নবী। তাঁদের সম্পর্ক ভেঙে যায়। নিজ-নিজ রাস্তায় হাঁটতে শুরু করেন দুই বিখ্যাত পরিবারের সন্তান। সেই সময় অভিনয় করতেন না শ্রীদেবী-বনির জ্যেষ্ঠ কন্যা। এবার সম্পর্ক জোড়া লেগেছে আবার।

২০২২ সালে শোনা গিয়েছিল অর্হান আওয়াত্রামণিকে ডেট করছেন জাহ্নবী। কিন্তু সেই গুজব মিথ্য়া। তাঁরা কেবলই বন্ধু। প্রেমের লেশমাত্র নেই সেই সম্পর্কে। তা ছাড়া, জাহ্নবী এবং অর্হান একেবারে ভিন্ন মেরুর দুই মানুষ। যতই কথিত থাকুক, বিপরীত মেরু আকর্ষণ করে বেশি, সব ক্ষেত্রে তা হয়তো সত্যি নাও হতে পারে। যেমন এই ক্ষেত্রে হয়নি।

সম্প্রতি কাকা অনিল কাপুরের জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত হিসেবে এসেছিলেন শিখর পাহাড়িয়া। সেই পার্টিতে জাহ্নবী কাপুরের বাবা বনি কাপুরের সঙ্গে ছবি তুলেছিলেন শিখর। তাতে স্পষ্টই বোঝা গিয়েছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতিকে ফের মেয়ের প্রেমিক হিসেবে মেনে নিতে অসুবিধা নেই তাঁর।

একাধিক পুরুষের সঙ্গে লিঙ্কআপ করা হয়েছে জাহ্নবীর। শ্রীদেবী-কন্যা অনেকের মনের মল্লিকাও। তাঁর অনুরাগী সংখ্যা নিছক কম নয়। অক্ষয় খান্নার দাদা রাহুল খান্নার উপর ক্রাশ ছিল জাহ্নবীর। বিজয় দেবেরাকোন্ডাকেও পছন্দ করতেন তিনি। শোনা যায়, একটা সময় কার্তিক আরিয়ানকেও ডেট করেছিলেন জাহ্নবী। তবে যতই যাই হোক না কেন, জাহ্নবী আর সিঙ্গল নন, এটাই মোদ্দা কথা।

Next Article