Janhvi Kapoor: আমার মনে হয় আলিয়া আমাকে ভয় পায়: জাহ্নবী কাপুর

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 29, 2022 | 8:21 AM

Janhvi Kapoor: এই মুহূর্তে ওই দুই অভিনেত্রীই তাঁদের আসন্ন ছবির প্রচারে বেজায় ব্যস্ত।

Janhvi Kapoor: আমার মনে হয় আলিয়া আমাকে ভয় পায়: জাহ্নবী কাপুর
যে কোনও দিন জাহ্নবীর উপর নিষেধাজ্ঞা জারি করে দিতে পারেন তিনি। কিন্তু কেন?

Follow Us

খাতায় কলমে তাঁদের মধ্যে বয়সের পার্থক্য খুব একটা বেশি নয়। জাহ্নবী কাপুর যদিও আলিয়া ভাটের থেকে বেশ কিছুটা পরেই ইন্ডাস্ট্রিতে পা দিয়েছেন তবু তাঁর বক্তব্য তাঁকে নাকি ভয় পান আলিয়া ভাট। কী ভাবছেন? দুই নায়িকার ব্যক্তিগত রেষারেষি? একেবারেই নয়, নেপথ্যে রয়েছে এক অন্য গল্প। দুই নায়িকার হাড্ডাহাড্ডির কথা তো শোনা যায় হামেশাই। কিন্তু শ্রদ্ধা? ভালবাসা? জাহ্নবী জানিয়েছেন, এই পৃথিবীতে তিনিই আলিয়ার সবচেয়ে বড় ফ্যান। জাহ্নবী যোগ করেন, মাঝেমধ্যে তাঁর মনে হয় আলিয়া হয়তো তাঁকে ভয়ও পান। যে কোনও দিন জাহ্নবীর উপর নিষেধাজ্ঞা জারি করে দিতে পারেন তিনি। কিন্তু কেন?

জাহ্নবীর কথায়, “আমি কাউকে মেরে ফেলতেও পারি আলিয়ার সঙ্গে একই ছবিতে অভিনয় করার জন্য। আমিই ওর সবচেয়ে বড় ফ্যান। না আমি ওঁকে অনুসরণ করিনা, কিন্তু যেই ওঁর ছবির কোনও ট্রেলার মুক্তি পায় আমি পাগল হয়ে যাই। হ্যাঁ, আমি ওঁকে এতটাই ভালবাসি। ওঁকে করা আমার মেসেজগুলোও তখন এলোমেলো হয়ে যায়। বড় হাতের হরফে লিখতে শুরু করে দিই”। তিনি আরও যোগ করেন, “আর সেই কারণেই আমার নিজেরও ভয় লাগে কোনদিন না ও আমায় ভুল বুঝে আমার উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। আমি যেন মেসেজেই ওর উপর আনন্দে চিৎকার করতে শুরু করে দিই। আর ও খুব ঠান্ডা মাথায় বলে ‘থ্যাঙ্কস বাবু’। আমার মনে হয় ও আমায় খুব ভয় পায়।”

এই মুহূর্তে ওই দুই অভিনেত্রীই তাঁদের আসন্ন ছবির প্রচারে বেজায় ব্যস্ত। একদিকে আগামী ২৯ জুলাই হটস্টারে মুক্তি পাবে জাহ্নবী কাপুরের ছবি ‘গুড লাক জেরি’। অন্যদিকে আগামী ৫ অগস্ট আসছে আলিয়া প্রযোজিত ছবি ‘ডার্লিং’। ওই ছবির মধ্যে দিয়েই প্রযোজনায় প্রথম হাতেখড়ি হচ্ছে আলিয়ার। অন্যদিকে জাহ্নবীর ছবিটি ২০১৮ সালে মুক্তি সুপারহিট তামিল ছবি ‘কোলামাভু কোকিলা’র রিমেক।

Next Article