ছোট থেকেই তাঁর পরিবার জুড়ে তারকার মেলা। বাবা বনি কাপুর প্রযোজক আর মা যখন শ্রীদেবী তখন জাহ্নবী কাপুরের সঙ্গে এটাই দস্তুর। কী ভাবছেন, স্টারকিড লিনিয়েজের কারণে মেয়েবেলা থেকেই দারুণ কেটেছে তাঁর জীবন? জাহ্নবীর দাবি, একেবারেই নয়। বরং নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে পার হতে হয়েছে তাঁকে। স্কুলের সহপাঠিরা একঘরে করে রেখেছিলেন একটা দীর্ঘ সময় জুড়ে। জাহ্নবী জানিয়েছে স্কুলের ল্যাবে কম্পিউটার খুলে পাপারাৎজির তোলা ছবি দেখে রীতিমতো আঁতকে উঠেছিলেন তিনি। তাঁর মোটা ভুরু, নো মেক আপ লুক দেখে মজা করতেও ছাড়েননি সহপাঠিরা। এখানেই শেষ না, জাহ্নবী এও জানিয়েছেন একবার এক নীল ছবির সাইটে নিজের ‘মরফ’ অর্থাৎ বিকৃত ছবিও দেখতে পেয়েছিলেন তিনি। তা যে বিকৃত অনেকেই তা বুঝতে চাননি। তাঁর কথায়, “ওঁরা আমায় অপছন্দ করতে শুরু করে। আমি ওয়াক্স না করানোয় ওঁরা আমাকে নিয়ে মজা করতে শুরু করে। নিজেকে নিয়েই নানা প্রশ্ন উঠতে শুরু করে।”
২০১৮ সালে বলিউডে ডেব্বিউ করেন জাহ্নবী। এর পর একের পর এক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রী। হাতে বেশ কিছু কাজ রয়েছে তাঁর। এই মুহূর্তে শুটিংয়ে ব্যস্ত তিনি।