Janhvi Kapoor: নাচের আগে আচমকাই ছিঁড়ল জাহ্নবীর গাউনের চেন, সে এক হুলস্থূল কাণ্ড!

Janhvi Kapoor: পারফরম্যান্সের বাকি মাত্র ১২ মিনিট আর রেড কার্পেটে ওঠার মাত্র ৫ ... এরই মধ্যে হঠাৎ করেই অঘটন। ছিঁড়ে গেল জাহ্নবী কাপুরের সাধের গাউনের চেন।

Janhvi Kapoor: নাচের আগে আচমকাই ছিঁড়ল জাহ্নবীর গাউনের চেন, সে এক হুলস্থূল কাণ্ড!
সে এক হুলস্থূল কাণ্ড!

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 28, 2023 | 8:44 PM

 

পারফরম্যান্সের বাকি মাত্র ১২ মিনিট আর রেড কার্পেটে ওঠার মাত্র ৫ … এরই মধ্যে হঠাৎ করেই অঘটন। ছিঁড়ে গেল জাহ্নবী কাপুরের সাধের গাউনের চেন। কী করে গোটা বিষয়টি সামাল দিলেন অভিনেত্রী? ছবি শেয়ার করে জানালেন জাহ্নবী। ফিল্ম ফেয়ারে পারফর্ম করেছেন জাহ্নবী, সেখানেই ঘটেছে এমন ঘটনা। যে ছবি জাহ্নবী শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে একটি গাড়ির ভিতর তাঁর পিঠের দিকে বসে গাউন সেলাই করছেন মধ্যবয়সী এক ব্যক্তি। সেই সেলাই করা গাউন পরেই পারফর্ম করতে ওঠেন জাহ্নবী। শুভাকাঙ্ক্ষীরা বলছেন, “ভাগ্যিস স্টেজে ওঠার আগে ঘটেছে অঘটন, পারফর্ম করার সময় ঘটলে তখন কী হত?”

জাহ্নবী কাপুর (Janhvi Kapoor )ডেবিউ করার পর থেকেই একের পর এক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। কখনও তিনি দেখতে কেমন আবার কখনও বা তাঁর অভিনয় এসেছে নেটিজেনদের আতসকাচে– জাহ্নবী দমে যাননি। চালিয়ে গিয়েছেন অভিনয়। এই মুহূর্তে স্টারকিডদের তালিকায় অন্যতম সফল তিনি, একই সঙ্গে বোল্ডও বটে। মা শ্রীদেবী, ভারতের বিনোদন জগতের প্রথম মহিলা সুপারস্টার। মায়ের সঙ্গে এই ক্রমাগত তুলনা নিয়েই সম্প্রতি মুখ খুলেছিলেন তিনি।

 

জাহ্নবী বলেন, “যারা আমায় নিয়ে উচ্চাশা করেন তাঁদের আমি দোষ দিতে পারি না। আমি তাঁদের সেই সব আশা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। হতে পারে আমায় মায়ের মতো গুণ বা রূপ কিছুই নেই। কিন্তু আমার ইউএসপি হল আমার কঠোর পরিশ্রম। আমি জানি আমায় ঠিক কোথা পৌঁছতে হবে।” জাহ্নবী যোগ করেন, “অভিনয়ই এমন একটা জিনিস যা আমার জীবনের প্রধান চালিকাশক্তি। তারা ছোঁয়া চেষ্টা আমি চালিয়ে যাব। কেন আমি চাইব যে তুলনা বন্ধ হোক? যদি আমায় কেউ মায়ের সঙ্গে তুলনা করে আমি কেন রেগে যাব? এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটির সঙ্গে আমার তুলনা টানা হচ্ছে। আর এভাবেই আমাকেও সেই সেরা মানুষটি হতে তাঁরা আমায় উদ্বুদ্ধ করছেন। তারার কাছাকাছি পৌঁছে যাওয়ার সাহস জোগাচ্ছে। আকাশই আমার লক্ষ্য।” কাজ নিয়ে সর্বদাই তৎপর নায়িকা। হাতেও রয়েছে বেশ কিছু ছবি।