জিয়া শঙ্করকে চেনেন? রিয়ালিটি শো ‘বিগবস’ ওটিটিতে অংশ নিয়েছিলেন তিনি। সেই জিয়াই এবার পড়লেন চরম বিড়ম্বনার মুখে। ক্যামেরার সামনে আচমকাই খুলে গেল তাঁর পোশাক। চরম বিড়ম্বনার মুখে তিনি যা করলেন তা ভাবতেও পারবেন না! জিয়ার কাণ্ড দেখে তারিফে ফেটে পড়েছেন তাঁর ভক্তরা। জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালের আমন্ত্রিত হয়ে এসেছিলেন জিয়া। পরেছিলেন সাদা রঙের এক গাউন। পাপারাৎজি তাঁকে দেখে ব্যস্ত হয়ে যায় ছবি তুলতে। আচমকাই তাঁর ডান কাঁধের স্ট্র্যাপটি কাঁধ গলে পরে যায় নীচে। ঘটনায় হকচকিয়ে যান পাপারাৎজিও। জিয়াকে দেখে তাঁদের মুখ দিয়ে বেরিয়ে যায়, ‘আরে বাপরে’। জিয়া কিন্তু এক মুহূর্তের জন্যও অস্বস্তির মধ্যে পড়েননি। বা পড়লেও তা প্রকাশ করতে দেখা যায়নি তাঁকে। বরং হেসে সবটা ম্যানেজ করেন তিনি। হাজারও ক্যামেরার সামনেই অত্যন্ত নিপুণ ভাবে পোশাক ঠিক করে নেন তিনি। মুগ্ধ নেটিজেনরা। যেভাবে জিয়া সবটা ম্যানেজ করেছেন তাতে তাঁর প্রশংসা হয়েছে বিস্তর। একজন লিখেছেন, ” এই ঘটনা কাল আমার সঙ্গেও হতে পারে। তবে আমি হয়তো ভয় পেয়ে কেঁদে ফেলতে পারি। যেভাবে সবটা ম্যানেজ করেছেন জিয়া সত্যিই এই ঘটনা তারিফের যোগ্য।” আর একজন লেখেন,”পোশাক বিভ্রাট কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। ওই ঘটনা হওয়ার পরেও মুখে হাসি ছিল জিয়ার। স্বাভাবিক ছিলেন তিনি। বিপর্যয়ে মাথা ঠাণ্ডা কী করে রাখতে হয় তা বোধহয় জিয়ার থেকেই শেখা উচিৎ।”
টেলিভিশন দিয়েই কেরিয়ার শুরু করেন জিয়া। ২০২৭ সালে ডেবিউ হয় তাঁর। তবে এখনও পর্যন্ত তাঁর কেরিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হল বিগবসে অংশগ্রহণ। বিগবসে গিয়ে অভিষেক মালহানের প্রতি তাঁর একপাক্ষির ভালবাসার কথা কে না জানেন। শো-এ নেতিবাচক ও ইতিবাচক দু’রকমই প্রতিক্রিয়া পেয়েছেন জিয়া। আখেরে লাভ হয়েছে তাঁরই। কথাতেই তো আছে যে কোনও ধরনের প্রচারই দিনের শেষে ‘প্রচার’। বেড়েছে ইনস্টা অনুসরণকারীর সংখ্যা। বেড়েছে কাজও।