কঙ্গনা রানাওয়াত। বিতর্ক তাঁকে ঘিরে রাখে। সম্প্রতি শুরু হয়েছে তাঁর রিয়ালিটি শো লকআপ। সেই লকআপের প্রযোজক একতা কাপুর। শো -এ হাজির হয়েছিলেন একতার ভাই তুষার কাপুর। তুষার আদপে স্টারকিড। তাতে কী? কঙ্গনার দাবি তুষারই নাকি এমনই একজন মানুষ যিনি যাই হিয়ে যাক না কেন সব সময় কঙ্গনার পাশে থেকেছেন।
এই প্রথম বার সঞ্চালনার দায়িত্বে রয়েছেন কঙ্গনা। প্রথম বার হলেও ইতিমধ্যেই সেই শো সুপারহিট। সেই সাফল্য ইউদজাপন করতেই হাজির হয়েছিলেন ভাই-বোন। সেখানেই কঙ্গনার উদ্দেশে তুষারকে বলতে শোনা যায়, “তুমি আমার অন্যতম প্রিয়। আমি সব সময় তোমার ছবি দেখার পর টুইট করে থাকি।” এ কথা শুনেই কঙ্গনাও পাল্টা বলেন, “আমি বলতে চাই ইন্ডাস্ট্রিতে এই মানুষটার চেয়ে বড় সমর্থক আমার নেই। ও প্রথম থেকেই আমার পাশে থেকেছে। ইণ্ডাস্ট্রির সঙ্গে আমার নানা ধরনের ঝামেলা থাকা সত্ত্বেও ও আমার পাশে থেকেছে।”
বলিউডে কঙ্গনা রানাওয়াত এক বিতর্কিত চরিত্র। ইণ্ডাস্ট্রিতে বিভিন্ন পরিচালক ও অভিনেতার সঙ্গে তাঁর ঝামেলার কথা কে না জানে? স্টারকিডদের প্রকাশ্যে বিঁধেছেন বহুবার। কখনও আলিয়া ভাট আবার কখনও বা করিনা কাপুর খান– বাদ যাননি কেউই। এমনকি এই অনুষ্ঠানে সঞ্চালকা চলাকালীনও হৃতিক রোশন ও করণ জোহরকে প্রায় নাম করেই কথা শুনিয়েছেন। তুষারও স্টারকিডও। জিতেন্দ্রর সন্তান তিনি। কিন্তু তা সত্ত্বেও তাঁর প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা। তার প্রমাণ রয়েছে শো’র মঞ্চেই।