করণ জোহর আর ট্রোলের শিকার, এই দুই বিষয়ের মধ্যে কোনও অবাক কাণ্ড নেই। কখনও শো ঘিরে বিতর্কে জড়াতে দেখা যায় তাঁকে, কখনও আবার নিজের মন্তব্য ঘিরে তিনি হয়ে থাকেন চরম ট্রোলের শিকার। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এক এক পর্বে করণকে নিয়ে কিছু না কিছু মন্তব্য ছড়িয়ে পড়তেই থাকে সোশ্যাল মিডিযার পাতায়। এবার প্রসঙ্গ আলিয়া ভাট। আলিয়া ভাটের জীবনে যে করণ জোহরের ভূমিকা কতটা তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আর আলিয়াকে তিনি ঠিক কতটা পছন্দ করেন তা সকলের সামনেই প্রকাশ্যে। তবে এবার বিষয়টা যেন বড্ড বেশি চোখে লাগছে সবার। কফি উইথ করণ শো-তে এবার ঠিক করণের তেমনই ছবি স্পষ্ট হয়ে উঠল।
ফলে শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় লেখালেখি। যা করণ জোহরের চোখ এড়ায় না। স্পষ্টই তাঁকে বলতে শোনা যায় যে, তিনি কী সত্য আলিয়া আলিয়া করেন! সম্প্রতি এই শো-তে অতিথির তালিকায় উপস্থিত হতে দেখা যায় দনিশ সেটিকে। তাঁকেই সরাসরি প্রশ্ন করে বসেন করণ জোহর, তিনি কি সত্যি সারাক্ষণ আলিয়া আলিয়া করতে থাকেন! তিনি হেঁসে উত্তর দেন, যে তিনি ব্রহ্মাস্ত্র দেখেছেন, সেখানে ঠিক যেমন আলিয়া শিবা-শিবা করেন, তিনিও আলিয়া-আলিয়া করে থাকেন।
সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এই ভিডিয়ো ক্লিপিং ভাইরাল। যেখানে করণ জোহরকে বারে বারে এই প্রসঙ্গে কথা বলতে দেখা যায়। আলিয়ার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তাঁর অভিনয়, সাফল্য, বারে বারে করণের মুখে উঠে আসে এই একটাই নাম। তিনি নিজেই হাত ধরে আলিয়াকে বি-টাউনে নিয়ে এসেছিলেন। বর্তমানে আলিয়ার কেরিয়ার গ্রাফে তিনি বেজায় খুশি। খুশি আলিয়ার বৈবাহিক জীবন নিয়েই। আলিয়া অন্তঃসত্ত্বা শুনে কেঁদে ফেলেছিলেন করণ জোহর। ফলে তাঁর মুখে আলিয়ার নাম থাকাটাই ভীষণ স্বাভাবিক।