Koffee With Karan: ‘সানির পিঠে উঠে সফল সলমন’, ববির আর্জি শুনে অবাক করণ

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 30, 2023 | 9:00 PM

Bollywood Gossip: এই জুটিকে নিয়ে করণের শো যে বেশ নজর কাড়তে চলেছে তা বলাই বাহুল্য। তারই মাঝে প্রকাশ্যে আসে পর্বের প্রোমোতে বেশ কিছুটা কৌতুহল উষ্কে দিল দর্শক মহলে। এখানেই কথা প্রসঙ্গে উঠে আসে সানি দেওলের বক্স অফিস কালেকশন, এখানেই কথা প্রসঙ্গে উঠে আসে ববি দেওলের কেরিয়ার প্রসঙ্গ।

Koffee With Karan: সানির পিঠে উঠে সফল সলমন, ববির আর্জি শুনে অবাক করণ

Follow Us

সদ্য খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কফি উইথ করণ শোয়ের প্রথম পর্ব। শুরু হয়েছে এই জনপ্রিয় টক শোয়ের ৮ সিজ়ন। তারই মাঝে এবার ভাইরাল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর এপিসোড। ঝড়ের গতিতে ভাইরাল হল এই পর্ব। দীপিকা পাড়ুকোনের বেশ কিছু মন্তব্য ঘিরে শুরু হয় তর্জা। যদিও ট্রোলারদের এক হাত নিয়ে সকলের মুখ ইতিমধ্যএই বন্ধ করে দিয়েছেন শোয়ের সঞ্চালক করণ জোহর। এরই মাঝে এবার চর্চার কেন্দ্রে জায়গা করে নিল পরের পর্ব। যার প্রোমো সদ্য মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। করণ জোহরের পরবর্তী পর্বের অতিথি হলেন ববি দেওল ও সানি দেওল। দুই ভাইয়ের এই শোয়ে উপস্থিতি সকলকে তাক লাগিয়ে দেয়। সকলেই এক কথায় প্রশংসা করে করণের।

এই জুটিকে নিয়ে করণের শো যে বেশ নজর কাড়তে চলেছে তা বলাই বাহুল্য। তারই মাঝে প্রকাশ্যে আসে পর্বের প্রোমোতে বেশ কিছুটা কৌতুহল উষ্কে দিল দর্শক মহলে। এখানেই কথা প্রসঙ্গে উঠে আসে সানি দেওলের বক্স অফিস কালেকশন, এখানেই কথা প্রসঙ্গে উঠে আসে ববি দেওলের কেরিয়ার প্রসঙ্গ। ববি দেওল কোনও এক কথা প্রসঙ্গে সলমন খানের সঙ্গে তাঁর এক মজার স্মৃতি ভাগ করে নিলেন। যেখানে তাঁকে বলতে শোনা যায়, একবার সলমন খান নাকি তাঁকে বলেছিলেন, আমি (সলমন খান) সানি দেওলের পিঠে উঠে সফল হয়ে গেলাম। পাল্টা ববি দেওল সলমনকে জানিয়েছিলেন আমায় আপনার পিঠে উঠতে দিন। এমনই নানা মজার কাহিনি কখনও আবার বলিউডের অন্দরমহলের সমীকরণ নিয়ে নানান আড্ডায় জমতে চলেছে পরবর্তী পর্ব। যার প্রোমো দেখে নেটিজ়েনদের মনে খুশির মেজাজ। কেউ করণকে জানালেন ধন্যবাদ, কেউ আবার করণের বাছাইকে প্রশংসা করলেন।