
‘কফি উইথ করণ’ মানেই বিতর্ক, প্রথম সিজন থেকে এর কোনও ব্যতিক্রম দেখা যায়নি। সদ্য শুরু হয়েছে এই টকশোয়ের সিজন ৮, আর প্রথম পর্বেই আবারও বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিল এই শো-এর দুই অতিথি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। অতীতে এই বিতর্কের জেরেই অনেকেই এই টক শো-তে আসতে চাননি। মুখ ফিরিয়েছিলেন কারণ জোহরের ঘনিষ্ঠ বন্ধুর শাহরুখ খান। তবে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এবার শো-এ এসে এমন কিছু মন্তব্য করে বসলেন, যার জেরেই রাতারাতি শোরগোল পড়ে গেল নেট দুনিয়ায়। রণবীর সঙ্গে সম্পর্কে থাকাকালীন একাধিক সম্পর্কে নাকি জড়িয়ে পড়েছিলেন দীপিকা পাড়ুকোন, তাঁর মন্তব্যকে কেন্দ্র করে এমনই বচসা তুঙ্গে।
যদিও দীপিকা স্পষ্ট করে দিয়েছিলেন সেই মুহূর্তে তিনি কোনও সম্পর্কেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন না। এবং সবটা রণবীর সিংয়ের সামনেই খুব খোলা মনে জানিয়েছিলেন অভিনেত্রী। যদিও একশ্রেণি রাতারাতি দীপিকাকে প্রতারকের তকমা দিয়ে বসলেন। এরপর থেকেই নানান চর্চা তুঙ্গে। সিজনের প্রথম পর্বে উপস্থিত অতিথিকে নিয়ে এমন মন্তব্য সহ্য করতে পারলেন না খোদ শো সঞ্চালক কারন জোহার। নেট দুনিয়াকে ও ট্রোলারদের কড়া জবাব দিতে হাজির হলেন সোশ্যাল মিডিয়ায়। ট্রোলারদের উদ্দেশ্যে করণ জোহার বললেন, ‘নিজেদের কাজ নিজেরা করুন, আপনাদের কোথাও নিয়ে গিয়ে দাঁড় করাবে না এই ট্রোল। এই মুহূর্তে আপনারা কোথাও দাঁড়িয়ে নেই।’
সেদিন কথা প্রসঙ্গে ঠিক কী বলেছিলেন দীপিকা পাড়ুকোন?
দীপিকার কোথায়, আমি তখন সিঙ্গেল ছিলাম কোনও সম্পর্কে জড়িয়ে পড়া আমার জন্য কঠিন হয়ে উঠেছিল। কারণ আমি খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলাম। সেই কারণেই কোনও সম্পর্কের প্রতি আমি প্রতিজ্ঞাবদ্ধ হতে চাইনি। আমি বন্ধু পাতাতাম, মজা করতাম। এরই মাঝে উপস্থিত হন রণবীর সিং। আমি তখনও তাঁকে কোনও কথা দিইনি। তবে যখন রণবীর আমায় সম্পর্কের প্রস্তাব দেন, তখন আমি এই সম্পর্কে আসার সিদ্ধান্ত নেই। ততদিন পর্যন্ত অন্যান্য সম্পর্কে হাতছানি থাকলেও দিনে শেষে আমরা একে অপরের কাছেই ফিরতাম।