করণ জোহার বরাবরই খোলা মনে আড্ডা দিতে বেশ পছন্দ করেন। বলিউডের এই প্রযোজক তথা পরিচালক করণের তেমন কোনও রাখ ঢাক নেই। সে সম্পর্কে সমীকরণ হোক কিংবা তাঁর ব্যক্তি জীবনের নানা উত্থানপত্তনের কাহিনি, প্রশ্ন করে কারণের থেকে উত্তর পাওয়া যায় না এমন খুব একটা ঘটেনি। তাই নিজের জীবনে একবার ঘটা এক অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন করণ। ডেটিং অ্যাপে অনেকেই চ্যাট করে থাকেন। বলিউড অনেক স্টার আছেন যাঁরা নিজেরাই একাধিকবার স্বীকার করেছেন তাঁরা কখনও না কখনও ডেটিং অ্যাপ ব্যবহার করেছেন। তবে সেই ডেটিং অ্যাপ এর অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় করণ জোহরের কাছে।
করণের কথায়, তিনি একবার এক অ্যাপের কথা শুনেছিলেন, যেখানে নাকি কেবল বিনোদন জগতের সেলেবরাই থাকেন। এটা শোনার পর তিনি সেই অ্যাপে যুক্ত হন এবং বিভিন্ন জনকে টিক করতে থাকেন। কিন্তু পাল্টা পিক কেউ করতো না তাঁকে। তিনি প্রাথমিকভাবে বেশ অবাক হতেন। একের পর এক এই বাতিল হওয়া সহ্য করতে পারতেন না কারণ। কিছুদিন যাওয়ার পর তিনি বুঝতে পারেন এখানে যাঁরা রয়েছেন তাঁরা সেলিব্রেটি নন। বন্ধু পেতে করণ একটা সময় নিজের পরিচয় প্রকাশ্যে আনতেও রাজি ছিলেন। দিয়ে দিয়েছিলেন একটি প্রোফাইলের ছবিও। তা দেখার পরও কেউ করণের কাছে কোন অনুরোধ আসেনি। এ দুঃখ যখন দানাবাঁধে করণ জোহরের মনে, তখনই তিনি বুঝতে পারেন আসলে কেউ ভাবতে পারেনি তিনি সত্যি করণ জোহার। করণের দাবি সবাই হয়তো ভেবেছিলেন এটা ভুয়ো প্রোফাইল। আর ঠিক সেই কারণেই কেউ করণের ডাকে সাড়া দেয়নি। তবে প্রথমবার এমন অভিজ্ঞতার স্বীকার হওয়ার পর কারণ আর কোনওদিন কোনও ডেটিং এপে ঢোকেননি তিনি। সেই প্রথম সেই শেষ।