Koffee With Karan: শাহরুখ-সুহানা থেকে দীপিকা-রণবীর, এবার করণের শোয়ে একগুচ্ছ চমক

Karan Johar: শোনা যাচ্ছে তাঁরা নাকি তাঁদের বিয়ের বেশ কিছু ভিডিয়ো ও অদেখা ছবিও নাকি দর্শকদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছেন এই টক শো-এর মঞ্চ থেকে। থাকতে চলেছেন খুশি কাপুর ও জাহ্নবী কাপুরও। শোনা যাচ্ছে বেশ কিছু দক্ষিণী অভিনেতার কাছেও গিয়েছে এই টক শো-তে অংশগ্রহণ করার আবেদন।

Koffee With Karan: শাহরুখ-সুহানা থেকে দীপিকা-রণবীর, এবার করণের শোয়ে একগুচ্ছ চমক
আর মাত্র একটা দিনের অপেক্ষা। শুরু হতে চলেছে করণ জোহর সঞ্চালিত টক শো কফি উইথ করণ সিজ়ন ৮। সেখানেই একগুচ্ছ নতুন চমক থাকছে। তবে অনেকেই নাকি এবার আসছেন না।

| Edited By: জয়িতা চন্দ্র

Oct 22, 2023 | 9:00 PM

শুরু হতে চলেছে কফি উইথ করণ টক শো। দীর্ঘদিন ধরে বলিউডের অন্দরমহলে বহু ছর্চিত এই টকশো বর্তমানে ওটিটিতে জায়গা করে নিয়েছে। শেষ সিজন অর্থাৎ সপ্তম সিজন থেকেই এই টক শো ওটিটিতে ঠাই পায়। প্রাথমিকভাবে অনেকে অনুমান করেছিলেন এটি টিভির পর্দায় সম্প্রচারিত না হওয়ার কারণে অনেক স্টাররাই নাকি আসছেন না। তবে সে মন্তব্যকে ভুল প্রমাণ করে এবার করণ জোহরের অতিথির তালিকায় থাকছে একগুচ্ছ মেগাস্টার। শোনা যাচ্ছে সুহানা খানকে নিয়ে নাকি শাহরুখ খান উপস্থিত হতে চলেছেন কফি উইথ কারণ-শোয়ে। এই প্রথম সুহানা খান বাবার সঙ্গে প্রকাশ্যে আড্ডায় অংশ নিতে চলেছেন।

ফলে এই পর্ব ঘিরে যে দর্শক মনে ইতিমধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে তা বলাই বাহুল্য। অন্যদিকে শোনা যাচ্ছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন একসঙ্গে আসতে চলেছেন এই রিয়্যালিটি শো-তে। অতিতে এই জুটিকে একসঙ্গে কোনও টক শোতে উপস্থিত হতে দেখা যায়নি। এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে তাঁরা নাকি তাঁদের বিয়ের বেশ কিছু ভিডিয়ো ও অদেখা ছবিও নাকি দর্শকদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছেন এই টক শো-এর মঞ্চ থেকে। থাকতে চলেছেন খুশি কাপুর ও জাহ্নবী কাপুরও। শোনা যাচ্ছে বেশ কিছু দক্ষিণী অভিনেতার কাছেও গিয়েছে এই টক শো-তে অংশগ্রহণ করার আবেদন।

যদিও অতীতে সামান্থা রুথ প্রভুকে দেখা গিয়েছে এই টকশো-তে এসে কথা বলতে। বিজয় দেূেরাকোন্ডাকেও অতিথি হিসেবে পেয়েছেন করণ জোহার। তবে এবার তিনি একটু অন্য স্বাদে অন্য ধাঁচে নাকি সাজাতে চাইছেন এই টক শো। টক শো এর একাধিক প্রোমোতে করণ জোহার যে ধরনের ট্রোলের ইঙ্গিত তুলে নিজেকে নিজে কটাক্ষ করেছেন, তাতে এটুকু স্পষ্ট যে এবার কফি উইথ করণের বিষয়বস্তু বেশ খানিকটা পাল্টাতে চলেছে। এখন দেখার নিজের পুরনো প্রশ্নপত্র পাল্টে করণ কতটা চ্যালেঞ্জিং প্রশ্ন ছুড়ে দিতে পারে অতিথিদের দিকে।