Karan Johar: ‘কফি’র কাপ ছেড়ে ‘বিগ বস’-এর ঘরে? নতুন সিজনে ভাইজান নন হোস্ট করণ জোহর!
Bigg Boss OTT: ঘোষণার পর থেকেই ভক্তরা উত্তেজিত এবং এর অন্যতম কারণ অবশ্য শোয়ের প্রথম প্রোমো।ভিডিয়োতে রয়েছেন স্বয়ং ‘ভাইজান’ সলমন খান!
টেলিভিশনের অন্যতম মেগা রিয়েলিটি শো ‘বিগ বস’ প্রথমবার কোনও চ্যানেলে নয় একেবারে ওটিটিতে প্রিমিয়ার করতে চলেছে। প্রথম ছ’সপ্তাহ শো-টি হোস্ট করবেন বলিউডের বিখ্যাত নির্মাতা ও পরিচালক করণ জোহর। ‘কফি উইদ করণ’-এর হোস্ট ডিজিটাল স্পেসের সলমনে রিয়েলিটি শো হোস্ট করতে চলেছেন।
‘ভুট’ সম্প্রতি ‘বিগ বস’ ওটিটির প্রিমিয়ারের বিষয় ঘোষণা করেছে। অত্যন্ত প্রত্যাশিত রিয়েলিটি শোয়ের প্রথম ছয় সপ্তাহ অনুরাগীদের হাতের মুঠোয় ২৪X৭ থাকবে। ঘোষণার পর থেকেই ভক্তরা উত্তেজিত এবং এর অন্যতম কারণ অবশ্য শোয়ের প্রথম প্রোমো।ভিডিয়োতে রয়েছেন স্বয়ং ‘ভাইজান’ সলমন খান!
KARAN JOHAR TO HOST 'BIGG BOSS' ON OTT… #KaranJohar to host reality show #BiggBoss OTT on #Voot… Premieres 8 Aug 2021. pic.twitter.com/x56H53DFIg
— taran adarsh (@taran_adarsh) July 24, 2021
সলমন প্রোমো ভিডিয়োতে ঘোষণা করেন এবং দর্শকদের সতর্কও করেছেন। কারণ বিগবসের নতুন সিজনে রয়েছে সবচেয়ে বেশি উন্মাদনা এবং আরও চাঞ্চল্যকর। ‘জনতা ফ্যাক্টর’—সাধারণ দর্শকের হাতে কিছু ক্ষমতা এই সিজনের নজরকাড়া হতে পারে। এবং এটাই দর্শকদের বাড়িতে বসে শোয়ের সঙ্গে জুড়ে থেকে আরও আনন্দ উপভোগ করার সুযোগ এনে দেবে! সামগ্রিকভাবে, নতুন সিজনে প্রচুর ড্রামা, বিনোদন এবং আবেগমিশ্রিত এক অনন্য অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়।
নতুন এই বিগ বস ওটিটির বিষয়ে মন্তব্য করে সলমন খান বলেন, “এটা দুর্দান্ত যে বিগ বসের এই সিজন টেলিভিশন থেকে ছ’সপ্তাহ আগে বিগ বস ওটিটির সঙ্গে ডিজিটালে প্রথম দেখানো হবে। প্ল্যাটফর্মটি অতুলনীয় ইন্টারঅ্যাকটিভিটি দেখতে পাবে যেখানে দর্শক কেবল বিনোদন পাবে তা নয় বরং এতে অংশ নেবে, জুড়বেন থাকবে, টাস্ক দেবে এবং আরও অনেক কিছু —এবংএটা সত্যি। সমস্ত প্রতিযোগীদের কাছে আমার পরামর্শ সক্রিয় থাকুন, বিনোদন দিতে থাকুন এবং বিগ বস হাউসে নিজেকে ভালভাবে পরিচালনা করুন।”
৮ অগাস্ট থেকে ‘ভুট’-এ প্রিমিয়ার হতে চলেছে ‘বিগ বস’-এর নতুন সিজন।
আরও পড়ুন Sreelekha Mitra: ‘স্ট্র্যাপটা খুলে ফেলো আরও ভাল লাগবে’! জনৈকর ‘জ্বালা’ বুঝে ‘সহানুভূতিশীল’ শ্রীলেখা