করণ জোহারের টক শো ‘কফি উইথ করণ’ এলে আসলে কারওরই মঙ্গল হয় না। সাফ জানিয়েদিলেন শিল্পা শেট্টির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। সম্প্রতি শুরু হয়েছে ‘কফি উইথ করণ’-এর সিজ়ন ৮। ওটিটি প্লাটফর্মে চলছে সেই শো। তাতে প্রথম অতিথি হয়ে এসেছিল তারকা জুটি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। স্বামীর সঙ্গে দীপিকার রসায়ন, সম্পর্ক নিয়ে তাঁর মন্তব্য ঝড় তুলে দিয়েছে। তীব্র কটাক্ষর শিকার হয়েছেন দীপিকা। অতীতে বহু তারকা ‘কফি উইথ করণ’-এ এসে নানা ধরনের মন্তব্য করায় ট্রোল্ড হয়েছেন। আর এইসব দেখেই রাজ কুন্দ্রার মনে হয়েছে, এই শোতে এলে কারও মঙ্গল হয় না।
কিছুদিন আগে দীপিকা এসে স্বীকার করেছেন, এক সময় খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে বহু পুরুষের সঙ্গে মেলামেশা করেছিলেন তিনি। কিন্তু কাউকেই ভালবাসেননি কিংবা সম্পর্কে জড়াননি। এই সময় রণবীরের সঙ্গে তাঁর আলাপ। মেলামেশা করাকালীন বহু পুরুষের সংস্পর্শে এলেও রণবীরের কাছেই ফিরে গিয়েছিলেন দীপিকা। অভিনেত্রীর এই খোলামেলা কথা অনেকের সহ্য হয়নি। নিন্দুকেরা তির্যক মন্তব্য করেছেন তাঁকে নিয়ে। অতীতে অনুষ্কা শর্মা, রণবীর কাপুর এই শুতে এসে কটাক্ষের শিকার হয়েছিলেন দর্শকের। তারপর থেকে তাঁরা ঠিক করেছেন কোনদিনও আসবেন না এই শোতে।
২০২১ সালে গ্রেফতার হয়েছিলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। তারপর থেকেই তিনি লাইমলাইটে। পর্নোগ্রাফি ভিডিয়ো তৈরি করে অ্যাপে বিক্রি করার মূল ষড়যন্ত্রী হিসেবে মুম্বই পুলিশ দু’মাস তাঁকে আর্থার রোডের জেলে রাখে। জামিনে ছাড়া পেয়ে, মুখে নয়া ধরনের মাস্ক পড়ে জনসমক্ষে আসছেন রাজ। নিজের মুখ দেখাতেন না তখন। নভেম্বরে মুক্তি পাবে তাঁর অভিনীত ছবি ‘ইউটি ৬৯’। ছবিতে তাঁর জেল কাটানো সময়কে তুলে ধরা হয়েছে। অভিনয় করেছেন স্বয়ং রাজ।