Kareena Kapoor: ‘ন্যানিরা কেন আমাদের সঙ্গে খায় না? ছেলের প্রশ্নে ‘লজ্জিত’ করিনা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 12, 2023 | 10:44 PM

Kareena Kapoor:দুই সন্তান তৈমুর ও জাহাঙ্গীর বড় হয়েছে ন্যানিদের কাছেই। মাঝেমধ্যেই ন্যানিদের কোলে তাঁদের ছবি ভাইরালও হয়েছে।

Kareena Kapoor: ন্যানিরা কেন আমাদের সঙ্গে খায় না? ছেলের প্রশ্নে লজ্জিত করিনা
ছেলের প্রশ্নে বাড়ির নিয়মই বদলে দেন 'লজ্জিত' করিনা

Follow Us

 

আজ নিজের দেশ, কাল মার্কিন মুলুক, পরশু হয়তো দুবাই— সেলেবদের জীবন মানেই নানা অনিশ্চয়তায় ভরা…কিন্তু কাজ তো আর থেমে থাকে না। এমতাবস্থায় কোলের সন্তানকে ছেড়ে খোদ করিনা কাপুর খানকেও যেতে হয়েছে বাইরে। তাঁর দুই সন্তান তৈমুর ও জাহাঙ্গীর বড় হয়েছে ন্যানিদের কাছেই। মাঝেমধ্যেই ন্যানিদের কোলে তাঁদের ছবি ভাইরালও হয়েছে। মায়ের চেয়ে বেশি সময় যার সঙ্গে কাটিয়েছে সেই ন্যানির সঙ্গে হওয়া এক ঘটনা নিয়ে প্রশ্ন করে মা’কে বেজায় বিপাকে ফেলে দিয়েছিল ছোট্ট তৈমুর। এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন খোদ করিনা।

করিনা জানান, অন্য টেবিলে খেতে দেখে একবার করিনাকেই তৈমুর প্রশ্ন করে বসে, ‘ন্যানি কেন অন্য টেবিলে?’ আর ওই ঘটনাই কার্যত চোখ খুলে দেয় তাঁর। করিনার কথায়, “এখন উনি আমাদের সঙ্গেই বসেন। তৈমুর আর জেহই ওকে আমাদের টেবিলে বসতে বলে। ওরা আমার বাচ্চাদের খেয়াল রাখেন। আমি যখন কাজ করছি তখন আমার সন্তানদের সব দায়িত্ব ওঁদেরই। তাই আমি বা সইফ যে সম্মান পাই, সেই একই সম্মান ওঁদেরও তো প্রাপ্য। আমরা একসঙ্গে বেড়াতেও যাই। নিজের সন্তানের মতো আমার সন্তানদের মানুষ করছেন সেই ব্যাপারটাকে তো আমি এড়িয়ে যেতে পারি না।”

২০১২ সালের অক্টোবরে বিয়ে করেন সইফ ও করিনা। ২০১৬ সালে জন্ম হয় তৈমুরের। ২০২১ সালে আসে জাহাঙ্গীর। দুই সন্তান নিয়ে সুখের সংসার তাঁদের।

Next Article