Ananya Panday: এ কী করলেন অনন্যা, ইন্ডাস্ট্রির চরমতম গোপন কথা ফাঁস করে দিলেন এইভাবে!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 29, 2022 | 11:20 AM

Koffee With Karan 7: এবার করণ জোহরের শো 'কফি উইদ করণ'-এ ফাঁস করে দিলেন বলিউড ইন্ডাস্ট্রির একের পর এক তথ্য।

Ananya Panday: এ কী করলেন অনন্যা, ইন্ডাস্ট্রির চরমতম গোপন কথা ফাঁস করে দিলেন এইভাবে!
অনন্যা পাণ্ডে।

Follow Us

অনন্যা পাণ্ডে– এই মুহূর্তে তিনি ট্রেন্ডিং। স্টারকিড ট্যাগ তো রয়েছেই, জেন-ওয়াইয়ের কাছেও তিনি বেশ জনপ্রিয়। এবার করণ জোহরের শো ‘কফি উইদ করণ’-এ ফাঁস করে দিলেন বলিউড ইন্ডাস্ট্রির একের পর এক তথ্য। অত্যন্ত সুচারুভাবে বলে দিলেন কে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন। অনন্যার সঙ্গে এসেছিলেন ‘লাইগার’ ছবিতে তাঁর সহ অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তাঁকে যখন জিজ্ঞাসা করা হয় বিজয় কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, পরোক্ষভাবে অনন্যা নেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানার নাম। অনন্যা বলেন, “হি ইজ ইন রাশ…রাশ টু মিট মিকা সিং…”। ইংরেজি রাশ কথার বাংলা অর্থ তাড়া… যদিও অনন্যা যে এখানে তাড়া বোঝাতে চাননি, সে আন্দাজ করাই যায়। রাশ মানে যে রশ্মিকার দিকেই ইঙ্গিত তাঁর সে কথা বুঝতে পেরেই দেবেরাকোন্ডা বলেন। “তোমার সত্যি মনে হয় এমনটা?”

রশ্মিকাকে নিয়ে বিজয় যোগ করেন, “আমরা দুটি ছবিতে একসঙ্গে কাজ করেছি। আমার ওকে খুব পছন্দ। আমার খুব ভাল বন্ধু। অনেক কিছু শেয়ারও করি। আমাদের মধ্যে বন্ডিং বেশ ভাল।” আর প্রেম? তাঁর উত্তর, “এই মুহূর্তে বাবা মায়ের সঙ্গে বেশ ভাল সম্পর্ক আমার”।

এখানেই কিন্তু শেষ নয়। জাহ্নবীর প্রেম নিয়েও মুখ খোলেন অনন্যা। তিনি জানান এই মুহূর্তে জাহ্নবী সিঙ্গল। তবে টাইগার শ্রফের কথা জিজ্ঞাসা করতেই অনন্যা বলেন, “টাইগার খুব ভালভাবেই জানে তাঁর দিশা কোনদিকে”। দিশা পাটানির সঙ্গে টাইগারের প্রেম বহুল চর্চিত। যদিও নিজেরা কোনওদিন প্রেমের কথা স্বীকার করেননি। সাম্প্রতিক কালে এও খবর দুজন নাকি আলাদা হয়ে গিয়েছেন। অন্যদিকে কিয়ারা আডবাণীর প্রেম নিয়েও প্রশ্ন করেন করণ। কারও নাম না নিয়ে এখানেও ইঙ্গিতের মাধ্যমেই কিয়ারা ও সিদ্ধার্থের প্রেমের কথা বলে দেন অনন্যা। তিনি বলেন, “ওয়েক আপ সিড”। ইন্ডাস্ট্রিতে সিদ্ধার্থকে যে সিড ডাকা হয় এ কথা তো প্রায় সকলেই জানেন। এ তো গেল অন্যান্যদের কথা। নিজের সম্পর্কের কথা অনন্যা না বললেও তা ফাঁস করে দিয়েছেন করণ জোহরই। ঈশান খট্টরের সঙ্গে বিচ্ছেদের পর অনন্যা কে এই মুহূর্তে আদিত্য রায় কাপুরের বেশ ঘনিষ্ঠ তা সরাসরি তাঁর শো’য়ে জানিয়েছেন করণ জোহর।

Next Article