Koushani Mukherjee: নায়িকাকে নাগালে পেয়েই ‘বাড়াবাড়ি’ আদর! ব্যথায় কৌশানী, রইল সেই ভিডিয়ো

Koushani Mukherjee: কিছু দিন আগের ঘটনা। কনসার্টে অরিজিৎ সিংয়ের হাত ধরে মুচড়ে দিয়েছিলেন এক অত্যুৎসাহী ভক্ত। ব্যথায় চিৎকার করে উঠেছিলেন। হাতে বাঁধতে হয়েছিল ব্যান্ডেজ। পেয়ায় অনুরূপ ঘটনা ঘটল টলি অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে। না, তাঁকে ব্যান্ডেজ বাঁধতে হয়নি ঠিকই, কিন্তু বেশ জোর ব্যথা যে লেগেছে সেই অভিব্যক্তি চোখে মুখেই ফুটে উঠেছে তাঁর।

Koushani Mukherjee: নায়িকাকে নাগালে পেয়েই বাড়াবাড়ি আদর! ব্যথায় কৌশানী, রইল সেই ভিডিয়ো
কৌশানী মুখোপাধ্যায়।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 07, 2023 | 3:22 PM

কিছু দিন আগের ঘটনা। কনসার্টে অরিজিৎ সিংয়ের হাত ধরে মুচড়ে দিয়েছিলেন এক অত্যুৎসাহী ভক্ত। ব্যথায় চিৎকার করে উঠেছিলেন। হাতে বাঁধতে হয়েছিল ব্যান্ডেজ। প্রায় অনুরূপ ঘটনা ঘটল টলি অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে। না, তাঁকে ব্যান্ডেজ বাঁধতে হয়নি ঠিকই, কিন্তু বেশ জোর ব্যথা যে লেগেছে সেই অভিব্যক্তি চোখে মুখেই ফুটে উঠেছে তাঁর। এক পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে সবুজ রঙের পোশাক পরে মাচা শো করতে গিয়েছিলেন অভিনেত্রী।

এই সব শো’র অন্যতম নিয়ম হল দর্শকদের সঙ্গে ক্রমাগত ভাব বিনিময়। খোলা আকাশের নীচে শো, দর্শকই যদি উৎসাহিত না হয়, সে ক্ষেত্রে শো হিট হবেই বা কী করে? সেই মতোই মঞ্চে উঠে নীচে দাঁড়ানো ভক্তদের উদ্দেশে হাত বাড়িয়ে দেন হাত মেলানোর জন্য। কিন্তু হাত মেলানো তো দূর, রীতিমতো নায়িকার হাত ধরে টানাটানি করতে থাকেন তাঁর ভক্তরা। একসময় পড়ে যাওয়ার উপক্রম হয় তাঁর। যদিও পাশে দেহরক্ষী সবটা সামলে নেন। ঘটনায় বেজায় রেগে গিয়েছেন কৌশানীর ভক্তরা। তাঁদের একটাই বক্তব্য, “সব কিছুই শালীনতা বজায় রেখে করা উচিৎ। ভক্ত তো আমরাও। এরকম করা একেবারেই উচিৎ নয়।” কৌশানী যদিও বিরক্তি প্রকাশ করেননি। হাজার হোক সেলেব বলে কথা, কত রকমের পরিস্থিতির মুখোমুখি যে তাঁদের হতে হয় সে ইয়ত্তা নেই। নায়িকাকে শেষ দেখা গিয়েছে রাজ চক্রবর্তীর সিরিজ ‘আবার প্রলয়’-এ। ওই সিরিজে তাঁর চরিত্রটি সকলের ভাল লেগেছিল। প্রশংসিতও হয়েছে তাঁর অভিনয়।