চাইলেই তিনি পারতেন বিজনেস ক্লাসে ভ্রমণ করতে, কিন্তু করলেন না। আর পাঁচজনের মতো কৃতি শ্যানন বেছে নিলেন বিমানের ইকোনমি ক্লাস। তারকা তকমাকে দূরে সরিয়ে রেখে সাধারণের সঙ্গে ট্র্যাভেল করলেন একইসঙ্গে। তবে এ সবের মধ্যেই মন কেড়েছে ভাইরাল হওয়া এক ভিডিয়ো। সহযাত্রীর সঙ্গে কৃতির এক ভিডিয়ো নিয়েই এখন চারিদিকে চর্চা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক অচেনা খুদে সহযাত্রীর সঙ্গে ক্রমাগত কথা বলে যাচ্ছেন তিনি। কখনও করছেন তার সঙ্গে হাই-ফাইভ। আবার কখনও বা তাকে উদ্দেশ্য করে ছুড়ে দিচ্ছেন ফ্লাইং কিস। সেই খুদেও পাল্টা উত্তর দিচ্ছে তাঁকে। কৃতিকে তারই সমবয়সী মনে করে ক্রমাগত খেলে চলেছে সেই একরত্তি। ভিডিয়োটি ভাইরাল হতেই মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেরই মতে, কৃতি যা করেছেন তা আদপে পাব্লিসিটি স্টান্ট। একজন আবার লিখেছেন, “ক্যামেরা নিয়ে যাওয়ার কি খুব দরকার ছিল’? অন্য এক নেটিজেন লিখেছেন, “কেরিয়ার খারাপ বলেই কি ইকোনমি ক্লাসে যেতে হচ্ছে?” যদিও কৃতির প্রশংসাও করেছেন একটা বড় অংশ। তাঁদের মতে সেলেব তকমা সরিয়ে দিয়ে সাধারণের ভিড়ে মেশার যে ক্ষমতা কৃতি দেখিয়েছেন, তা সকলে পারে না। যদিও গোটা বিমানযাত্রা যে দারুণ উপভোগ করেছেন নায়িকা তা জানান দিচ্ছে ওই ভাইরাল ভিডিয়োটি।
এই মুহূর্তে কৃতির প্রেমজীবন ‘টক অব দ্য টাউন’। বাহুবলী স্টার প্রভাসের সঙ্গে তাঁর বাগদানের রটনায় কিছুদিন আগেও উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া।করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ প্রথম আঁচ পাওয়া যায় কৃতি-প্রভাসের অফ-স্ক্রিন রসায়ন ঠিক কীরকম। শোয়ের একটি রাউন্ডে প্রভাসকেই প্রথম ফোন করেছিলেন কৃতি। তখনই সকলের মনে হতে শুরু করে কিছু তো একটি নিশ্চয়ই আছে…। নিজ-নিজ কর্মজীবনে সফল প্রভাস এবং কৃতি শ্যানন। ‘বাহুবলী’র দুটি ছবি ছিল প্রভাসের কেরিয়ারের মাইলফলক। এর আগে অনুষ্কা শেট্টির সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এখন তাঁর মন জুড়ে শুধুই কৃতি। অন্যদিকে কৃতির বলিউডের আগমন একেবারেই নন-ফিল্মি পরিবার থেকে। যদিও এই কয় বছরে বলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। হাতে রয়েছে বেশ কিছু ভাল ছবি।