বলিউডের বিতর্কিত স্টার কেআরকে এবার বোমা ফাটালেন নেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ার বরাবরই সক্রিয় তিনি। মাঝেমধ্যেই বলিউডের নানা বিতর্কতে আলোকপাত করতে দেখা যায় এই স্টারকে। যদিও বলিউডের সঙ্গে তাঁর যে সম্পর্ক খুব একটা মধুর নয়, সে কথা জানতে বাকি নেই কারও। তবে এবার তিনি যে খবর সামনে আনলেন, তা দেখে রীতিমতো চমকে গেল নেট দুনিয়ায়। কঙ্গনা রানাওয়াতের বিয়ে? বলিউডের বিতর্কিত কুইন বিয়ে নিয়ে অতীতে সেভাবে কোনওদিনই মুখ খোলেননি। তবে তাঁর নামের সঙ্গে জড়িয়েছে একাধিক অভিনেতার নাম। এবার তাঁরই নাকি বিয়ে। খবর দিলেন কেআরকে।
হঠাৎই সোশ্যাল মিডিয়া হাজির হয়ে তিনি জানিয়ে দিলেন, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কঙ্গনা রানাওয়াত। তবে খুব বেশি দেরি নেই, চলতি বছর ডিসেম্বর মাসে বাগদান পর্ব সারতে চলেছেন অভিনেত্রী। পাত্র নাকি একজন ব্যবসায়ী। বাগদান পর্ব সারার কয়েক মাস পরই তিনি বিয়ে করবেন। তাঁরও দিনক্ষণ জানিয়ে দিয়েছেন কেআরকে। তাঁর কথায় ২০২৪ সালের এপ্রিল মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন কঙ্গনা রানাওয়াত। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লিখলেন, ”কঙ্গনা রানাওয়াত বাগদান পর্ব সারতে চলেছেন এক ব্যবসায়ীর সঙ্গে চলতি বছর ডিসেম্বরে। তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন ২০২৪ সালের এপ্রিলে। দুজনকেই আগাম অনেক শুভেচ্ছা।”
খবর চোখে পড়তেই তা নিয়ে শোরগোল বলিউডে। সাধারণত সেলিব্রেটিরা তাঁদের বিয়ের খবর চাপাই রাখেন। তাই এক্ষেত্রে সত্যি কী, তা জানার কোনও উপায় নেই, যতক্ষণ পর্যন্ত কঙ্গনা রানাওয়াত প্রকাশ্যে এসে এই খবরকে ভুল বলে দাবি করছেন। ততক্ষণ পর্যন্ত একশ্রেণির বিশ্বাস বলিউডে পরবর্তী বিয়ের সানাই বাজতে চলেছে তারই। একদিকে যেমন শুভেচ্ছার বন্যা অন্যদিকে তেমন ট্রোলের ঝড় উঠলো নেটপাড়ায়। কেউ লিখলেন, ‘একমাত্র সলমন খানই উপযুক্ত ব্যাচেলার।’ আবার কিউ লিখলেন ‘এ খবর ভুল।’ যদিও সত্যি কিতা সময় বলবে।
Breaking News:- Actress Kangana Ranaut is going to get engaged with a businessman in December 2023. They will get married in April 2024! Congratulations to her in advance!
— KRK (@kamaalrkhan) September 24, 2023