Salman Khan: দেরি করে সেটে ঢুকেও সলমনের ‘হুকুম’, মানতে বাধ্য হন অভুক্ত অভিনেত্রী

Salman Khan: প্রথম ছবিতে সলমন খানের কারণেই কার্যত না খেয়ে কাটাতে হয়েছিল কুবরাকে।

Salman Khan: দেরি করে সেটে ঢুকেও সলমনের হুকুম, মানতে বাধ্য হন অভুক্ত অভিনেত্রী
দেরি করে সেটে ঢুকেও সলমনের 'হুকুম', মানতে বাধ্য হন অভুক্ত অভিনেত্রী

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 20, 2023 | 11:46 AM

কুব্রা সেঠ– নাম শুনলে হয়ত নাও চিনতে পারেন, তবে ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’-এর কুকু হিসেবে পরিচয় দিলে হয়ত চিনে নিতেও পারেন। নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে তাঁর কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয়, আজও ভোলেননি দর্শক। প্রথম ছবিতে সলমন খানের কারণেই কার্যত না খেয়ে কাটাতে হয়েছিল কুবরাকে। এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথাই শেয়ার করেছেন তিনি। কুব্রা জানান, তাঁর প্রথম ছবিতে পরিচারিকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ওই ছবির হিরো ছিলেন খোদ সলমন। সকাল ১০টায় ছিল কলটাইম। নির্ধারিত সময়েই না খেয়ে সেটে হাজির হয়ে যান কুব্রা। কিন্তু সলমন কোথায়? খিদে পেয়ে যায় কুব্রার। প্রযোজনা সংস্থার কাছে খাবার চাইতেই মেলে একটা আপেল। ব্রেকফাস্ট মেলেনি তাঁর। তাই দিয়েই কোনও মতে খিদে মেটানোর চেষ্টা করলেও সলমন আসতে আসতে বাজিয়ে দেন প্রায় আড়াইটে। কুব্রার কথায়, “ওরা বলেছিল ১০টার সময় শুটিং শুরু হবে, কিন্তু ২টো বেজে ৪৫ নাগাদ সলমন খান আসেন। হঠাৎ করেই গোটা সেট যেন কর্মচঞ্চল হয়ে ওঠে। সলমন এলেন, নিজের কাঁধটাকে খানিক স্ট্রেচ করে বললেন, “লাঞ্চ ব্রেক করা যাক”? ওদিকে আমি একটা আপেল খেয়ে কাজ করব বলে আছি, কাজটা আগে করে নিলেই হতো”। না কুব্রার ইচ্ছে সেদিন ধোপে টেকেনি। লাঞ্চ করেই শুরু হয়েছিল শুটিং।

সলমনের বিরুদ্ধে এই এক অভিযোগ থাকলেও তাঁর প্রশংসাও করেছেন কুব্রা। জানিয়েছেন, সলমনের সঙ্গে কাজ করা তাঁর কাছে নিঃসন্দেহে স্পেশ্যাল ছিল। সবাই যাতে একজোট হয়ে কাজ করতে পারে, তা নাকি সেটে প্রথম থেকেই নিশ্চিত করতেন সলমন যা যে কোনও কলাকুশলীর কাছে এক বিরাট প্রাপ্তি। কুব্রাকে শেষে দেখা গিয়েছে আরকে সিরিজে। যে সিরিজের পরিচালনা করেছেন রজত কাপুর। কুব্রা ছাড়াও সেখানে দেখা গিয়েছে মল্লিকা শেরাওয়াত, রণবীর শোরে ও মনু ঋষি চাড্ডাকে।