‘ইয়ে রিশ্তা ক্যায়া কহলেতা হ্যায়’-এর অক্ষরা কে মনে আছে? ওই চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিলেন অভিনেত্রী হিনা খান। তাঁর মিষ্টি হাসির ‘দিওয়ানা’ কম ছিল না সে সময়। এর পর একের পর এক রিয়ালিটি শো-য়ে অংশ নিয়ে তিনি এখন সকল বাড়িতেই পরিচিত নাম। তবে জানেন কি, শুধু অভিনয়ই নয়, ভীষণ সুন্দর গানও করেন হিনা। তাঁর পরিবারের কেউই ফিল্মি দুনিয়ার অংশ ছিলেন না। হিনাও কাজ করতেন এক কল সেন্টারে। সেখানেই ২০০৮ সালে ইন্ডিয়ান আইডলের জন্য অডিশন দিয়েছিলেন তিনি। এমনকি প্রথম ৩০ জনের মধ্যেও দেখা গিয়েছিল তাঁকে। না, এরপর যদিও আর এগতে পারেননি তিনি। তবে তাই বলে ভাববেন না তিনি খারাপ গান করেন! ‘খতড়ো কি খিলাড়ি’তে পারফরম্যান্সের সময় তাঁর সেই গান অথবা ‘বিগবস’-এর তাঁর সেই সুরেলা কণ্ঠ, আজও লোকের মুখে মুখে।
গানে না হওয়ার পর বন্ধুর কথা মতো ধারবাহিকের অডিশন দেন তিনি। প্রথম অডিশনেই সুযোগ আসে মুম্বই যাওয়ার। শুরু হয় তাঁর নতুন ধারাবাহিক। এর পর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর হিট এখন তাঁর ঝুলিতে। সে যাই হোক, সিরিয়ালের শুট করতে গিয়েই খানের দেখা হয় তাঁর প্রেমিকের সঙ্গে। প্রেমিকের নাম রকি জওসওয়াল। বহু বছর কেটে গিয়েছে। যদিও তাঁদের প্রেম কমেনি। প্রেমের গতি আজও এগিয়ে চলেছে দূর্বার গতিতে।