এ যেন এক ভয়ঙ্কর অতীত। নিকটাত্মীয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের ভয়াবহ অভিযোগ আনলেন ফ্যাশন ডিজাইনার সায়েশা শিন্ডে। সায়েশা জানান, যে সময় ঘটনাটি ঘটেছিল তখন তাঁর বয়স মাত্র ১০ বছর।
কঙ্গনা রানাওয়াতের নতুন রিয়ালিটি শো শুরু হয়েছে। নাম লক আপ। সেই শো-তেই বাতিল হওয়া থেকে বাঁচতে জীবনের এমন কিছু ঘটনা প্রকাশ্যে জানাচ্ছেন প্রতিযোগীরা যা আগে কোনওদিনও কোথাও বলা হয়নি তাঁদের। সায়েশাও ব্যতিক্রমী হলেন না। চলে গেলেন সোজা অতীতে। জানালেন তাঁর চেয়ে কিছু বছরের বড় এক আত্মীয় শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল তাঁর। তাঁর কথায়, “আমার থেকে কিছু মাত্র বড় ছিল বয়সে। এটা বুঝতেই সময় লেগেছিল আদপে কি এটি শ্লীলতাহানি? তবে কিছু বছর পরে বুঝেছি হ্যাঁ সেদিন ওই ব্যক্তি যা করেছিল যা যৌন নির্যাতন ছাড়া কিছুই নয়।”
শো’র সঞ্চালক কঙ্গনাও এই ভয়ঙ্কর অতীত শুনে বিস্মিত হয়ে যান। সায়েশাকে জিজ্ঞাসা করেন এখন কি কোনওভাবে সেই ব্যক্তির সম্মুখীন হতে চান তিনি? উত্তরে সাইসা যা বলেন তাও বিস্ফোরক। তিনি বলেন, “আমি হইনি সম্মুখীন। আমি বিশ্বাস করে নিই হয়তো আমিই তাঁকে এমন ইঙ্গিত দিয়েছিলাম যে সেই কারণেই আমার সঙ্গে এমনটা করেছে আমার তথাকথিত আত্মীয়।”
প্রসঙ্গত, ২০২১ সালের জানুয়ারি মাসে স্বপ্নিল থেকে সাইশা হন বলিপাড়ার ওই ফ্যাশন ডিজাইনার। পুরুষদেহ থেকে নারীদেহে রূপান্তরিত হন অস্ত্রোপচারের মাধ্যমে। এর আগে তিনি জানিয়েছিলেন প্রাক্তন প্রেমিকের সঙ্গে তাঁর দুর্বিষহ জীবনের কথা। তিনি জানিয়েছিলেন, মানসিক ভাবে অত্যাচারিত হতেন তিনি। অকারণে সন্দেহ, অত্যাচারের বশবর্তী হয়ে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি। এই মুহূর্তে তিনি বন্দি কঙ্গনার লক আপে। সেখানেও ব্যক্তিগত জীবন নিয়ে বেশ অকপট সায়েশা।
আরও পড়ুন- শত খ্যাতিতেও ভোলেননি শিকড়, কলেজ বেলার প্রেমিকের গলাতেই মালা দিয়েছিলেন শ্রেয়া