বয়স হয়েছিল মাত্র ৫৬ বছর। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন বলিউড অভিনেতা শাহনওয়াজ় প্রধান। সেই সময় একটি সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেতা। হঠাৎই বুকে তীব্র যন্ত্রণা শুরু হয়। তড়িঘড়ি মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু তাঁকে আর বাঁচানো যায়নি। ১৭ ফেব্রুয়ারি মৃত্যু ঘটে তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেখানে নিয়ে যাওয়ার পর আর পাল্স পাওয়া যাচ্ছিল না শাহনওয়াজ়ের। মাস খানেক আগেই তাঁর বাইপাস সার্জারি হয়েছিল।
সিনেমা, টেলিভিশন এবং ওয়েব সিরিজ়ে চুটিয়ে অভিনয় করেছিলেন শাহনওয়াজ়। ‘মির্জাপুর’ ওয়েব সিরিজ়ে অভিনয় করেছিলেন তিনি। সেই চরিত্রটি সকলের মনে দাগ কেটেছিল। বরাবরই দমদার চরিত্রে দেখা যায় শাহনওয়াজ়কে। ‘মির্জাপুর’ ওয়েব সিরিজ় ছাড়াও শাহরুখ খানের সঙ্গে ‘রইজ়’ ছবিতে অভিনয় করেছিলেন। তাঁকে দেখা গিয়েছিল ‘হস্টেজেজ়’-এও। কেবল তাই নয়, ‘২৪’, ‘পেয়ার কোই খেল নেহি’, ‘আলিফ লায়লা’, ‘ব্যোমকেশ বক্সি’, ‘বন্ধন সাত জন্মোঁ কা’, ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তেও অভিনয় করেছিলেন শাহনওয়াজ়।
তাঁর ‘মির্জাপুর’-এর সহ-অভিনেতা রাজেশ তাইলাং শোকবার্তা দিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, “শাহনওয়াজ় ভাই আপনাকে শেষ সেলাম! দারুণ মানুষ এবং দুর্দান্ত ভাল অভিনেতা ছিলেন আপনি। ‘মির্জাপুর’-এর শুটিংয়ের সময় কত ভাল সময় কাটিয়েছি আমরা। বিশ্বাসই করতে পারছি না কিছু।”
১৮ ফেব্রুয়ারি, অর্থাৎ শনিবার, মুম্বইতেই শেষকৃত্য সম্পন্ন হবে শাহনওয়াজ় প্রধানের।