Samantha Ruth Prabhu: প্রাক্তন বৌমার খোঁজ নাগার্জুনের, বিজয়ের সঙ্গে রসায়ন নিয়ে করলেন মন্তব্য!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 05, 2023 | 5:26 PM

Samantha Ruth Prabhu: নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয়েছে সামান্থা রুথ প্রভুর। তবু প্রাক্তন শ্বশুরমশাই নাগার্জুন খুঁজে চলেছেন তাঁর প্রাক্তন বৌমাকে। সম্প্রতি বিগবস তেলুগুতে হাজির হয়েছিলেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তাঁর ও সামান্থার ছবি 'কুশি'র প্রচারে এসেছিলেন তিনি।

Samantha Ruth Prabhu: প্রাক্তন বৌমার খোঁজ নাগার্জুনের, বিজয়ের সঙ্গে রসায়ন নিয়ে করলেন মন্তব্য!
প্রাক্তন বৌমার খোঁজ নাগার্জুনের, বিজয়ের সঙ্গে রসায়ন নিয়ে করলেন মন্তব্য!

Follow Us

 

নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয়েছে সামান্থা রুথ প্রভুর। তবু প্রাক্তন শ্বশুরমশাই নাগার্জুন খুঁজে চলেছেন তাঁর প্রাক্তন বৌমাকে। সম্প্রতি বিগবস তেলুগুতে হাজির হয়েছিলেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তাঁর ও সামান্থার ছবি ‘কুশি’র প্রচারে এসেছিলেন তিনি। তিনি এলেও সামান্থা অনুপস্থিত থাকায় শো-এর সঞ্চালক নাগার্জুন খোঁজখবর নিতে শুরু করেন সামান্থার। শুধু কি খোঁজ? প্রাক্তন বৌমার প্রশংসাও করতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, “সামান্থা খুব ভাল অভিনেত্রী। ও এবং বিজয়ের জুটিটাও বেশ ভাল।” প্রশ্ন হল, কেন সামান্থা এড়িয়ে গেলেন বিগবস? বিজয় অবশ্য জানাচ্ছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য গিয়েছেন সামান্থা। সেই কারণেই আসতে পারেননি তিনি।

২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা করেন সামান্থা ও নাগা। এরপর অভিনেত্রীকে নিয়ে ঘটে একের পর এক খবর। রটে তিনি নাকি গর্ভপাত করিয়েছে। এও রটে বিচ্ছেদের পর সামান্থা নাকি মোটা টাকা খোরপোষ দাবি করেছেন। যদিও সামান্থা এর জবাবে বলেছিলেন, “আমার ব্যক্তিগত কঠিন সময়ে মানসিক ভাবে যে আপনারা পাশে ছিলেন, তাতে আমি অভিভূত। সমবেদনা জানানোর জন্য অনেক ধন্যবাদ। ভুয়ো কিছু গল্প রটানো হচ্ছে। তারও প্রতিবাদ করেছেন, সে জন্যও ধন্যবাদ। অনেকেই বলছেন, আমার অন্য প্রেমের সম্পর্ক ছিল। আমি কখনও সন্তান চাইনি। আমি সুবিধাবাদী এবং গর্ভপাত করিয়েছি। এই সবই মিথ্যে।” বিচ্ছেদের পর ভেঙে পড়েছিলেন সামান্থা, এই মুহূর্তে চিকিৎসা চলছে তাঁর। ‘কুশি’ও বক্স অফিসে মোটামুটি ভালই পারফর্ম করছে।

 

Next Article