নওয়াজ উদ্দিন সিদ্দিকি স্পষ্ট কথা বলতে খুব একটা ভাবেন না, যা তাঁর কাছে ঠিক মনে হয়, তিনি সেটাই বলে থাকেন ও করে থাকেন। অতীতেও একাধিক বার নওয়াজকে তার মন্তব্যের জন্য ভাইরাল হতে দেখা গিয়েছে। বর্তমানে ওটিটি প্লাটফর্ম নিয়ে সিনে দুনিয়া ও সেলেব মহলের মধ্যে এক অতিরিক্ত চাপ দেখা যায়। কোন ছবি কত টাকায় ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে তা নিয়ে রাত-দিন চলে জল্পনা। তবে সব ছবিকে ওটিটিতে বিক্রি হয়! সব ছবি কেনার জন্য ওটিটি প্রস্তুত এমনটা কখনই নয়, যার ফলে প্ল্যাটফর্ম ভিত্তিতে বিভিন্ন ছবি অনুযায়ী তার বাজেট যায় বদলে এবং সব ছবি ওটিটিতে সার্চ করলেও পাওয়া যায় না।
ইদানিংকালে ওটিটিরও একটি নির্দিষ্ট পন্থা নজরে আসছে। যে ছবি ঘিরে দর্শকমহলের খিদে বেশি যে ছবি ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনা বেশি সেই ছবিকেই তারা আগে থেকে বেশি দাম দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করছে। অতীতে যে ছবি খুব ভাল চলেছে তেমন কোন ছবি কিনতে চাইলেও, যে ছবি তেমনভাবে বাজারে ব্যবসা করতে পারেনি তার প্রতি খুব একটা উৎসাহ দেখাচ্ছে না প্ল্যাটফর্ম গুলি। সম্প্রতি এমনি পরিস্থিতির শিকার নওয়াজ উদ্দিন সিদ্দিকি।
তার সাত সাতটি ছবি কোন ওটিটি প্ল্যাটফর্মে নাকি কিনতে চাইছে না। এমন খবর কানে আসতে অভিনেতা উত্তর দেন তিনি কেবল অভিনয় করেন। এই বিষয়ে তার কোন ধারণা নেই ছবি কেমন চলল সে বিষয় কখনও খোঁজ নেন না তিনি ছবি বড় পর্দায় দেখান হোক বা টিভির পর্দায়, তার কাছে উত্তেজনার মাত্রা থাকে সমান। নওয়াজ আরও স্পষ্ট করে জানিয়ে দেন, ছবির কাজটাই তিনি মন দিয়ে করে এসেছেন এবং সেটাই করেন এর বাইরে কোন বিষয় বাড়তি উৎসাহ তিনি দেখান না এমনকি ছবি প্রিমিয়ার নিয়েও তার মধ্যে খুব একটা বেশি উৎসাহ থাকে না।