রাধিকা আপ্তে সব সময় নানা বিষয়ে নিজের মতামত দেন। তাঁর বক্তব্য নিয়ে অনেক সময়ই তৈরি হয় বিতর্ক। তবে তা নিয়ে তিনি ভাবিত নন কখনওই। বরং তিনি নিজের বক্তব্য নিয়ে সব সময়ই সোচ্চার। ছবিতে অভিনয় করার জন্য তিনি কখনওই কোনও ফাঁদে পা দিতে চান না এমন মর্মে একটি বক্তব্য দিয়েছিলেন এক সময়। বিশেষ করে অল্প বয়সি নায়িকার চরিত্র পাওয়ার জন্য কখনওই কোনও অস্ত্রপ্রচারের সাহায্য নেবেন না, জানিয়েছিলেন একবার যেমন, অনেক নায়িকা করে থাকেন। এবার তাঁর এই কথারই তিনি পুনরাবৃত্তি করেছেন। তিনি কম বয়সি দেখতে লাগবে এমন চরিত্র হারানোর বিষয়ে কথা বলতে গিয়ে আবার পুরনো বক্তব্যে ফিরে গিয়েছেন।
একটি সাক্ষাৎকারে তিনি বয়সের কারণে বা কম বয়সী সুন্দরী নায়িকা নন, এর জন্য কোনও চরিত্র হারিয়েছেন কি না জিজ্ঞাসা করা হয়েছিল। একটি চ্যাট শোতে তিনি এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন এর কোনও সত্যতা নেই। তবে তিনি পাশাপাশি এও জানিয়েছিলেন কমার্শিয়াল ছবির জন্য নায়িকার বয়স একটি বিষয়, এটা অনেকেই বুঝতে চান না। তাঁর মতে, “কোনও একদিন কেউ একজন বলবেনই, আরে তোমার মধ্যে এক্সওয়াইজেড নেই, আর আমাদের দরকার এক্সওয়াইজেড। কম বয়সি দেখতে লাগবে বলে কত মানুষ অস্ত্রপ্রচারের সাহায্য নেন, তা খোঁজ নিয়ে দেখতে পারেন। এমন একটি চিত্র যার জন্য আমরা কেবল ভারতেই নয়, সারা বিশ্বে তাড়া করছি, যার বিরুদ্ধে অনেক মহিলা লড়াই করছেন”।
বিনোদন শিল্পের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী বিশ্বাস করেন যে সময়ের সঙ্গে এই জিনিসগুলো আরও ভাল হবে। সমস্ত বয়সের, চেহারার পুরুষ এবং মহিলাদের নিয়ে আগামী দিনে কাজ হবে।
‘অন্ধাধুন’ অভিনেত্রী প্রাথমিকভাবে এই বিষয়টির সঙ্গে কীভাবে লড়াই করেছিলেন সে সম্পর্কে খোলামেলা।কিন্তু কখনই এর কাছে নতি স্বীকার করেননি এবং বলেছিলেন যে এটি একটি ‘খুবই দুর্বল অবস্থান’। রাধিকা সম্প্রতি ‘মণিকা, ও মাই ডার্লিং’ ছবিতে অভিনয় করেছেন। এই ছবিতে রাজকুমার রাও এবং হুমা কুরেশিও রয়েছেন।