ওয়েব সিরিজ়ের নাম ‘আমরা গে টুগেদার’। সমকামী প্রেম নিয়ে গল্প তৈরি করেছেন পরিচালকদ্বয় সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ। ২০১৮ সালেই তৈরি হয়েছিল সিরিজ়টি। কিন্তু ৩ বছরেও মুক্তি পাইনি। এবার মুক্তি পেতে চলেছে ‘আমরা গে টুগেদার’। স্ট্রিম করবে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে।
২০১৮ থেকে ২০২১ সাল। মাঝে মুক্তি পেয়ে গিয়েছে ‘শুভ মঙ্গল জ়াদা সাবধান’-এর মতো সমকামিতা নির্ভর হিন্দি ছবি। আয়ুষ্মান খুরানা অভিনয় করেছিলেন সেই ছবিতে। কিন্তু পরিচালকদ্বয়ের দুঃখ একটাই, আগে ভেবে, শুটিং করেও স্ট্রিম করাতে পারেননি ওয়েব সিরিজ়। TV9 বাংলাকে সুদেষ্ণা বলেছেন, “এই ডিসেম্বরেই স্ট্রিম করতে শুরু করবে ওয়েব সিরিজ়। কিন্তু আমাদের খারাপ লাগে এটা ভেবে, যে এই বিষয়ের উপর সিরিজ় অনেক আগেই তৈরি হয়ে গিয়েছিল। ‘শুভ মঙ্গল জ়াদা সাবধান’-এর মতো ছবি মাঝখান থেকে মুক্তি পেয়ে গেল।”
কিন্তু ওয়েব সিরিজ় স্ট্রিম করাতে এত সময় লাগল কেন? TV9 বাংলাকে সুদেষ্ণা বলেছেন, “যিনি প্রযোজনা করেছিলেন, তাঁর নিজের একটা ওটিটি প্ল্যাটফর্ম হওয়ার কথা ছিল। সেটা হয়নি বলে তিনি বিক্রি করে দিয়েছেন।”
ওয়েব সিরিজ়ের প্রযোজনা করেছেন দীপান্বিতা সামন্ত। অভিনয় করেছেন ইন্দ্রাশিস রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, পূজারিণী ঘোষ, পৌলমী দাস, সুদীপ মুখোপাধ্যায়, পল্লবী চট্টোপাধ্যায়, আর জে অয়ন্তিকা। অতিথি শিল্পী হিসেবে কাজ করেছেন গায়ক সিধু (সিদ্ধার্থ রায়), গৌরব চট্টোপাধ্যায় ও আর জে শেখর। ওয়েব সিরিজ়ের লেখক সাগ্নিক চট্টোপাধ্যায়, সম্পাদক শান্তনু মুখোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করেছেন রাহুল তন্ময় শুভ্র।
আরও পড়ুন: Vidyut-Nandita: ‘অ্যাকশন কিং’ বিদ্যুতের জন্মদিনে নজর কাড়ছে কেক!