প্যালেস্তাইনের গাজা স্ট্রিপ থেকে ইজরায়েলের উপর রকেট হামলা চালিয়েছে হামাস বাহিনী। পাল্টা অভিঘাত হেনেছে ইজরায়েলেও। ওই দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, “এই হামলার পরিমাণ কতটা ভয়ঙ্কর তা ওরা কল্পনাও করতে পারবে না।” হামলায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বহু মানুষ। অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় খোঁজ মিলছিল না অভিনেত্রী নুসরত বারুচার। গতকাল অর্থাৎ শনিবার বেলা সাড়ে বারোটায় টিমের সঙ্গে শেষ কথা হয় তাঁর। এরপর থেকেই নুসরতকে নিয়ে বাড়ছিল দুশ্চিন্তা। তবে অবশেষে স্বস্তি। খোঁজ মিলেছেন তাঁর।
নায়িকার মা তাসনিম জানিয়েছেন, মেয়েকে সুস্থ অবস্থাতেই পাওয়া গিয়েছে। খুব শীঘ্রই দেশে ফিরবেন তিনি। সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হয় নুসরতের টিমের সঙ্গেও। তাঁদের বয়ান অনুযায়ী, “অবশেষে নুসরতের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। ভারতে আসার সরাসরি বিমান এই মুহূর্তে উপলব্ধ নয়। তাই সংযোগকারী বিমানে তাঁকে নিয়ে আসার বন্দোবস্ত করা হচ্ছে। এর চেয়ে বেশি খবর আর প্রকাশ্যে দেওয়া সম্ভব নয়। নুসরত দেশে ফেরার পরেই সবটা জানাতে পারা সম্ভব হবে।”
প্রসঙ্গত, এর আগে নুসরতের টিমের তরফে জানানো হয়, এক বেসমেন্টে আটকে রয়েছেন অভিনেত্রী। এর পরেই নায়িকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবার ও টিমের। তবে তিনি সুস্থ আছেন, নিরাপদে আছেন, এই খবর পেয়েই আপাতত স্বস্তিতে পরিবার। তাঁর ফেরার অপেক্ষায় রয়েছেন সকলেই।