মুক্তির অপেক্ষায় সৌমিত্রর প্রথম এবং শেষ ওয়েব সিরিজ ‘নেক্সট’

এবার দর্শকের দরবারে আসবে সৌমিত্রর কাজ। আদরের অপুকে ছুঁয়ে দেখা যাবে ওয়েব সিরিজের ফ্রেমে।

মুক্তির অপেক্ষায় সৌমিত্রর প্রথম এবং শেষ ওয়েব সিরিজ ‘নেক্সট’
সৌমিত্র চট্টোপাধ্যায় একটা অধ্যায়ের নাম।
Follow Us:
| Updated on: Dec 12, 2020 | 7:56 PM

চলচ্চিত্র বা নাটকে অভিনেতা তিনি, কখনও কবি, কখনও বা বাচিক শিল্পী। কখনও বন্ধু, কখনও প্রেমিক, কখনও বাবা, কখনও অভিভাবক। সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) একটা অধ্যায়ের নাম। আর ঠিক এভাবেই নানা পরিচয়ে তিনি পরিচিত ছিলেন। এর বাইরেও রয়ে গিয়েছে বহু পরিচয়ের ঠিকানা। মঞ্চ হোক বা বড়পর্দা, জীবনের শেষ কয়েকটা দিনের অসুস্থতা ছাড়া দাপিয়ে কাজ করেছেন। কিন্তু হাল আমলের ওয়েব সিরিজ? না! সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে এখনও দেখেননি দর্শক। তবে এবার দেখবেন। তাঁর অভিনীত একমাত্র ওয়েব সিরিজ ‘নেক্সট’। মুক্তি পাবে ‘ক্লিক’ প্ল্যাটফর্মে।

নেক্সট-এর পরিচালক সন্দীপ সরকার ছ’টি পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে কাজ করেছিলেন সৌমিত্রের সঙ্গে। কিন্তু সৌমিত্রর জীবনের প্রথম এবং শেষ ওয়েব সিরিজের সঙ্গে পরিচালক হিসেবে তাঁর নাম জড়িয়ে যাবে, এ তিনি ভাবেননি। “আমি প্রথমে ওয়েব সিরিজ করতে চাইনি। পরে স্টাডি করে দেখলাম, এখনও পর্যন্ত সকলে ওয়েব সিরিজ মানেই বোল্ড কিছু ভাবে। তার থেকে আলাদা কিছু করতে চেয়েছিলাম। আর যে শিল্পীদের সঙ্গে সিনেমায় কাজ করেছি তাঁদের নিয়েই করতে চেয়েছিলাম। প্রথমেই বলেছিলাম সৌমিত্রদার নাম। অনেকে বলেছিলেন, ওয়েব সিরিজে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ভাল লাগবে না। মাঝে আমি সরেও গিয়েছিলাম। কথা বলে চলে এসেছিলাম। ডেট ফাইনাল করিনি। সৌমিত্রদা নিজেই একদিন ফোন করেছিলেন। তারপর ডেট ফাইনাল করি। ওঁর এটাই প্রথম, এটাই শেষ ওয়েব সিরিজ” বললেন সন্দীপ।

soumitra

‘নেক্সট’-এর শুটিংয়ে অন্য শিল্পীদের সঙ্গে সৌমিত্র।

‘অ্যাঞ্জেল’ প্রোডাকশনের এই ওয়েব সিরিজটির আট থেকে ন’টা এপিসোড থাকবে। প্রত্যেক এপিসোড হবে ২০ থেকে ২৫ মিনিটের। সৌমিত্র ছাড়াও সব্যসাচী চক্রবর্তী, চন্দন সেন, বাদশা মৈত্র, সমদর্শী দত্ত, মধুমিতা সরকার, সুমন বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তীর মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ ‘নেক্সট’।

আরও পড়ুন, বউ বলেছে, এতদিন তো আমি জানতামই, এবার গোটা পৃথিবী জানে ‘মকবুল’ কত অনুগত: সাজি চৌধুরি

পরিচালক জানালেন, ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েই গল্প। সকলে শুটিং করে চলে যান। ছবিটা যখন দর্শক দেখেন, অভিনেতা-অভিনেত্রীদের সন্তান, বাবা-মা, বন্ধু, প্রতিবেশীদের উপর তখন একটু অন্য প্রভাব পড়ে। বিশেষত ছবিতে কোনও হট সিন থাকলে অভিনেতা-অভিনেত্রীর পরিবারের উপর প্রভাব পড়ে। কারণ গল্পের প্রয়োজনে যেটা করতে হয়েছে, সেটা তাঁরা সন্তান বা পরিবারকে ঠিক বোঝাতে পারেন না। এই সিরিজটি শুরু হচ্ছে অভিনেতা-অভিনেত্রীর সন্তানকে কেন্দ্র করে। অভিনেত্রীর স্বামীও এক সময় ব্লক ব্লাস্টার হিরো ছিলেন। একটা দুর্ঘটনার পর তাঁকে বসে যেতে হয়। কিন্তু তিনি যাঁদের সঙ্গে স্ট্রাগল করে বড় হয়েছিলেন, তাঁরা বিখ্যাত হয়ে গিয়েছেন। তখন এই চরিত্রটির ভিতরে ভিতরে রাগ হওয়া শুরু হয়। তিনি তখন অভিনেত্রী স্ত্রীকে আটকান। হিরোদের সঙ্গে পর্দায় হট সিন থাকলে তা নিয়ে সমস্যা শুরু হয় পরিবারে। অভিনেত্রীর বাবার ভূমিকায় দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তিনি খুব চেষ্টা করেন, যাতে মেয়ের সংসারটা জুড়ে যায়। কিন্তু জামাই গোটা পরিস্থিতির জন্য শ্বশুরমশাইকেই দায়ি করেন। এভাবেই এগিয়েছে চিত্রনাট্য।

soumitra

শটে যাওয়ার আগে শেষ মুহূর্তের আলোচনা।

‘সোনার পাথরবাটি’, ‘ভাঙন’, ‘অঘটন’, ‘দশ মাস দশ দিনের গল্প’-র মতো ছবিতে সন্দীপের পরিচালনায় কাজ করেছিলেন সৌমিত্র। কিন্তু তাঁর অভিনীত একমাত্র ওয়েব সিরিজ তিনি আর দেখে যেতে পারলেন না। এ নিয়ে আক্ষেপ বা মনখারাপ তো থাকবেই। কিন্তু বিষয়টা একটু অন্যভাবে ব্যখ্যা করলেন সন্দীপ। তাঁর কথায়, “আমি মনে করি, সৌমিত্রদা চলে যাননি। আছে। আমাদের মধ্যেই আছে। আমি প্রচুর শিখেছি ওঁর কাছে। উনি তো শুধু অভিনেতা নন, আমার কাছে উনি শিক্ষক। সকলেই একদিন চলে যাবে। দেখাতে পারলাম না, সেই খারাপ লাগাটা থাকবেই। তবে এত কিছু শিখেছি, যা ভোলার নয়।”

আরও পড়ুন, ‘বধূবরণ’-এর ‘কনক’-কেই বউমা হিসেবে চেয়েছিলেন শাশুড়ি মা: প্রমিতা

প্রতিটি কাজে নিজেকে ভাঙতে চাইতেন সৌমিত্র। প্রতিটি কাজেই নিজের প্রতি নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে ভালবাসতেন। ওয়েব সিরিজের মতো নতুন প্ল্যাটফর্মেও নিজের স্বতন্ত্র ছাপ রেখে গেলেন। অন্তত এমনটাই মনে করছেন ‘নেক্সট’-এর নেপথ্যে থাকা কলাকুশলীরা। এবার দর্শকের দরবারে আসবে সৌমিত্রর কাজ। আদরের অপুকে ছুঁয়ে দেখা যাবে ওয়েব সিরিজের ফ্রেমে।