সুহানা খান। বলিউডের এখন তিনি নতুন মুখ। স্টারকিড বলে কথা, শাহরুখ খানের কন্যাকে নিয়ে তাই এখন ব্যস্ত সকলেই। জোয়া আখতরের পরিচালনায় সদ্য মুক্তি পেয়েছে তাঁর প্রথম কাজ ওটিটি সিরিজ দ্য আর্চিজ। তারই প্রিমিয়ারে উপস্থিত থাকতে দেখা গেল বলিউডের একগুচ্ছ স্টারকে। গালা সেলিব্রেশন হয়ে গেল মুম্বই শহরে। সুহানার হাত ধরে উপস্থিত হয়েছিল গোটা শাহরুখ পরিবার। মেয়ের প্রথম কাজে তাঁর পাশে থেকেছেন সকলেই। একগুচ্ছ স্টারকিডকে শুভেচ্ছা জাবনাতে যেমন উপস্থিত হয়েছিলেন বহু স্টার, এমন কি রেখাও, তেমনই আবার বেশ কিছু ইন্ডাস্ট্রির বন্ধুদেরও উপস্থিত থাকতে দেখা যায়। যার মধ্যে চর্চিত নাম ওরি। সম্প্রতি সলমন খানের বিগ বসে এসে তিনি জানিয়ে ছিলেন, বিভিন্ন ইভেন্ট থেকে তাঁর ডাক আসে কেবল সেলেবদের সঙ্গে ছবি তোলার জন্য।
সুহানা খানের সিরিজ মুক্তিতেও তাঁকে দেখা গেল। তুললেন এক গুচ্ছ ছবি। তবে সুহানার কোমড় ও পেটে হাত দিয়ে ছবি তুলতেই বিপত্তি। ছবি পোস্ট হতেই একজন লিখলেন, সত্যি! এটা বাড়াবাড়ি নয়, এভাবে সবাইকে স্পর্শ করা? অন্য একজন প্রতিবাদ করে লিখলেন, এ সবার পেট কেন স্পর্শ করছে? কারও প্রশ্ন, একে কে অনুমতি দিয়েছে সেলেবদের গায়ে এভাবে হাত দেওয়ার? সোশ্যাল মিডিয়ায় সেই সকল ছবি বর্তমানে ভাইরাল। ওরিকে নিয়ে এখন নয়া চর্চা তুঙ্গে। অনেকেই আবার ওরির কথা অনুযায়ী হিসেব করে দেখেও নিচ্ছেন তিনি এক একটি ছবি পিছু ঠিক কত টাকা আয় করতে পারেন? আবার কেউ কেউ স্পষ্ট প্রশ্ন করে বসছেন, কে এই ওরি? কেন এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে তাঁকে? যদিও ওরি তাঁর পোজ ও পোস্ট নিয়ে বেশ সচেতন, প্রতিটা ইভেন্টে নিয়ম মেনে ঘড়ি ধরে পৌঁছে গিয়ে থাকেন তিনি।