AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pankaj Tripathi: ‘বাবা আমায় নিয়ে গর্বিত নন…’, মায়ের মনোভাব নিয়েও সোজাসাপটা পঙ্কজ

Pankaj Tripathi: এই মুহূর্তে ওটিটির রাজা তিনি। একের পর এক সিরিজ হিট তাঁর। শুধু যে সিরিজ হিট তা নয়, সিনেমাতেও তিনি কাজ করছেন চুটিয়ে।

Pankaj Tripathi: 'বাবা আমায় নিয়ে গর্বিত নন...', মায়ের মনোভাব নিয়েও সোজাসাপটা পঙ্কজ
এ কী বললেন পঙ্কজ!
| Edited By: | Updated on: Aug 13, 2023 | 2:01 PM
Share

এই মুহূর্তে ওটিটির রাজা তিনি। একের পর এক সিরিজ হিট তাঁর। শুধু যে সিরিজ হিট তা নয়, সিনেমাতেও তিনি কাজ করছেন চুটিয়ে। কথা হচ্ছে পঙ্কজ ত্রিপাঠির। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘ওএমজি’ ২তে। এ হেন পঙ্কজ নিজেকে নিয়ে ফাঁস করেছেন কিছু অজানা তথ্য। বিহারের বেলাসন্দের ছেলের এখন মুম্বইয়ে রাজত্ব করলেও জানেন কি তাঁর বাবা-মা একেবারেই পঙ্কজের অভিনয় নিয়ে উৎসাহিত নয়।

পঙ্কজের খোলামেলা বক্তব্য, “আমার কৃতিত্বে বাবা বিশেষ খুশি নন”। এমনকি তিনি এও জানান, এখনও পর্যন্ত তাঁর বাবা কোনওদিন কোনও সিনেমা হলে যাননি। নতুন বাড়ি কিনেছিলেন পঙ্কজ। গৃহপ্রবেশে বাবাকে নিয়ে এসেছিলেন সেই বাড়িতে। কিন্তু সুন্দর বাড়ি দেখে বাবার বিশেষ কোনও প্রতিক্রিয়াও হয়নি বলেই জানিয়েছেন অভিনেতা। পঙ্কজ যোগ করেন, “আমার কৃতিত্বে বাবা খুব একটা খুশি নন। বাবা এখনও জানেন না আমি সিনেমাতে ঠিক কী করি। সিনেমা হল ভিতর থেকে দেখতে কেমন হয় সে বিষয়েও এখনও পর্যন্ত বাবার কোনও ধারণা নেই। মাঝেমধ্যে টিভি অথবা কম্পিউটারে তিনি আমার কাজ দেখেন। তাই যদি সেটি অন্য কেউ তাঁকে দেখায় তবেই দেখেন তিনি।”

আর মা? মা-ও কি বাবার মতোই ছেলের কাজে গর্বিত নন? পঙ্কজের উত্তর, “আমার মা আমাকে টিভিতে দেখেন, আর তখনই ফোন করে বলতে থাকেন, ‘এত রোগা হয়ে গিয়েছ। ঠিক করে খাওয়া দাওয়া হচ্ছে না’। আমার অভিনয় নিয়ে তাঁর কোনও বক্তব্য থাকে না।” তবে নিজেও যে তিনি খুব বিলাসিতায় জীবন কাটান এমনটা কিন্তু নয়। গত ২০ বছর ধরে একটাই ফোন ব্যবহার করে চলেছেন তিনি। সেই ফোনে নেই হোয়াটসঅ্যাপের মতো ফিচার। তাতে যদিও কোনও আফশোস নেই তাঁর। কেউ জিজ্ঞাসা করলে পঙ্কজ সাফ জানিয়ে দেন, “না, আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না।” প্রসঙ্গত, পঙ্কজ ত্রিপাঠির নতুন ছবিতে রয়েছেন অক্ষয় কুমার। ছবিটি প্রথম দিনএর বক্স অফিসে প্রায় ১০ কোটির উপর আয় করেছে