Paran Bandopadhyay: বয়স হয়েছে বলে সবাই ধরেই নিয়েছে এ অসুস্থ হবেই: পরাণ বন্দ্যোপাধ্যায়

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 04, 2023 | 6:24 PM

Paran Bandopadhyay: উইকিপিডিয়া জানাচ্ছে এই মুহূর্তে তাঁর বয়স ৮২ বছর। তবে প্রাণশক্তিতে ভরপুর 'যুবক' যখন মঞ্চে উঠে হাতে মাইক নিলেন তখন চারিদিক হাততালিতে ফেটে পড়ছে। উঠেই বললেন, "রাজ একটা বিরাট গুল দিয়েছে।" কী 'গুল'?

Paran Bandopadhyay: বয়স হয়েছে বলে সবাই ধরেই নিয়েছে এ অসুস্থ হবেই: পরাণ বন্দ্যোপাধ্যায়
পরাণ বন্দ্যোপাধ্যায়

Follow Us

 

বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে তারার মেলা। রাজ চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এর ট্রেলার লঞ্চের আসরে হাজির একঝাঁক তারকা। রাজ-শুভশ্রী তো আছেনই এ ছাড়াও জুন মালিয়া থেকে শুরু করে সায়নী ঘোষ, শাশ্বত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী… কে নেই সেখানে? তবে এ সবের মধ্যেই সকলের নজর কাড়লেন যিনি তিনি আর কেউ নন, টলিউড বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। উইকিপিডিয়া জানাচ্ছে এই মুহূর্তে তাঁর বয়স ৮২ বছর। তবে প্রাণশক্তিতে ভরপুর ‘যুবক’ যখন মঞ্চে উঠে হাতে মাইক নিলেন তখন চারিদিক হাততালিতে ফেটে পড়ছে। উঠেই বললেন, “রাজ একটা বিরাট গুল দিয়েছে।” কী ‘গুল’?

পরাণ মঞ্চে ওঠার আগেই রাজ জানান, তিনি (পরাণ বন্দ্যোপাধ্যায়) অসুস্থ। শরীর ভাল যাচ্ছে না। তাই অনেক কষ্ট করে রাজি করে তাঁকে ওই ট্রেলার লঞ্চে আনতে হয়েছে। বেশিক্ষণ থাকতে পারবেন না। চলে যাবেন। আর এই অসুস্থতা নিয়েই বিগত বেশ কিছু মাস ধরে পরাণকে যা যা শুনতে হয়েছে তাতে তিনি বেশ বিরক্তই। কখনও রটেছে তিনি হাসপাতালে, আবার কখনও বা রটেছে তিনি শয্যাশায়ী। অসুস্থ ছিলেন এ কথা ঠিক। গলা বসে গিয়েছিল। তবে যা রটেছে তার অধিকাংশই অতিরঞ্জিত, এমনটাই দাবি অভিনেতার।

তাঁর কথায়, “আমার সাউন্ডবক্সটা উড়ে গিয়েছিল। কিন্তু রটে গেল আমি নাকি হাসপাতালে। গুরুতর অসুস্থ। সবাই ফোন করছে। জিজ্ঞসা করছে। আমি তাঁদের বলছি, ‘যিনি এই কথাটা রটিয়েছেন তাঁর বাবাকে বোধহয় নিয়ে যাচ্ছিলেন হাসপাতালে। আমায় বেশি ভালবাসেন, তাই আমার নামটা নিয়ে ফেলেছেন।’ আমি শুটিং করছি পুরোদমে। ভাল আছি।” হাসতে হাসতে পরাণ যোগ করলেন, “আসলে কি জানেন তো? বয়স হয়েছে বলে সবাই ধরেই নিয়েছে এ তো অসুস্থ হবেই।” শরীর থাকলে তা খারাপ হবেই, তবে তাঁকে গুরুত্ব দিতে বিন্দুমাত্র রাজি নন অভিনেতা। ‘আবার প্রলয়’-এ এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। রাজ জানালেন প্রথমটায় তিনি রাজি হননি, যদিও শেষ মুহূর্তে রাজের অনুরোধ ফেরাতে পারেননি পরাণ। ইতিমধ্যেই এই সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে। আগামী ১১ অগস্ট জি-ফাইভে স্ট্রিমিং শুরু এই সিরিজের। পুরো সিরিজটি দর্শকের কেমন লাগে, এখন সেটাই দেখার।

Next Article