আর কিছুদিনের মধ্যেই ভাল খবর দেবেন অভিনেত্রী পায়েল দে?

Payel De: জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’তে এখন প্রতিদিন পায়েলের অভিনয় দেখেন দর্শক। ধারাবাহিকের পাশাপাশি অন্য ফর্মেও ধীরে ধীরে কাজ শুরু করেছেন।

আর কিছুদিনের মধ্যেই ভাল খবর দেবেন অভিনেত্রী পায়েল দে?
পায়েল দে। ছবি: ফেসবুক থেকে গৃহীত।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 27, 2021 | 6:57 PM

একটা লাল টিপ দুই ভুরুর মাঝে। আর দেখা যাচ্ছে তাঁর দুটি চোখ। তিনি অর্থাৎ অভিনেত্রী পায়েল দে। মঙ্গলবার হঠাৎই ফেসবুকে নিজের এ হেন ছবি পোস্ট করেন। পরবর্তী কাজের ইঙ্গিত, তা স্পষ্ট লিখেছেন তিনি।

এই ছবির ক্যাপশনে পায়েল লিখেছেন, ‘আমার পরবর্তী প্রজেক্ট। আরও আপডেটের জন্য সঙ্গে থাকুন। এই টিমের সঙ্গে কাজ করতে পারা আনন্দের। সাহানাদিকে (দত্ত) ধন্যবাদ আমাকে ‘কুশি’ দেওয়ার জন্য… অনেক ভালবাসা…।’

এ প্রসঙ্গে TV9 বাংলাকে পায়েল বললেন, “খুব ভাল একটা খবর দেব। কিন্তু আর কয়েকটা দিন পর। সত্যিই সাহানাদির কাছে আমি কৃতজ্ঞ।” সূত্রের খবর, ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন পায়েল। নতুন কাজের যে ইঙ্গিত সোশ্যাল পোস্টে তিনি দিয়েছেন তা দেখা যাবে ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্মেই। যদিও এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ অভিনেত্রী স্বয়ং।

জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’তে এখন প্রতিদিন পায়েলের অভিনয় দেখেন দর্শক। ধারাবাহিকের পাশাপাশি অন্য ফর্মেও ধীরে ধীরে কাজ শুরু করেছেন। একমাত্র সন্তান মেরাখের জন্মের পর কিছুদিন বিরতি নিয়েছিলেন। ছেলের সব কাজ একা হাতে করতেন তিনি। আসলে ছেলের বড় হওয়ার কোনও মুহূর্তই মিস করতে চাননি। লকডাউনের কারণে মাঝে সব রকম কাজই বন্ধ ছিল। ধীরে ধীরে ফের সব কিছু স্বাভাবিক হচ্ছে। পায়েলও কাজে ফিরছেন। তাঁর ভাল খবরের অপেক্ষায় থাকবেন দর্শক।

আরও পড়ুন, ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র মুকুটে নতুন পালক, কী হল প্রাপ্তিযোগ?

আরও পড়ুন, ‘বিগ বস’-এর প্রতিযোগীদের টার্গেট করেছিলেন রাজ, গুরুতর অভিযোগ মডেলের