অনেকদিন থেকেই তাঁদের বিয়ে নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। আজ বিয়ে করবেন, কাল বিয়ে করবেন, এই নিয়ে নানা মুনিতে নানা মতও দিয়ে ফেলেছেন। কেউ আবার বলেওছেন, তাঁরা এখনই ছাদনা তলায় বসতে রাজি নন। কিন্তু বলিউডের অন্দরমহল থেকে উড়ে আসা খবর বলছে ২০২৩ সালের জানুয়ারি মাসের ২১ তারিখেই নাকি চার হাত এক হবে ক্রিকেটার কেএল রাহুল এবং সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টির। বিয়ের তামঝাম শুরু হয়েছে পুরোদমে। ডিসেম্বরের শেষেই নাকি আমন্ত্রিতদের কাছে নিমন্ত্রণ পত্র পৌঁছে যাবে যথা সময়ের মধ্যে।
এও জানা গিয়েছে জানুয়ারি মাসে কেএল রাহুলের লম্বা ছুটি মঞ্জুর করেছে বিসিসিআই। শোনা খবরে সীলমোহর পড়েছে খানিক। অনেকেই অনুমান করছেন, হয়তো বিয়ের কারণেই ছুটি নিয়েছেন এই তরুণ ক্রিকেট তারকা। এরই মধ্যে বিয়ের পোশাক নির্বাচন করেছেন আথিয়া-রাহুল। জানিয়েছেন, তাঁদেরই এক ঘনিষ্ঠ সূত্র।
মেয়ের বিয়ে নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই মুখ খুলেছিলেন অভিনেতা সুনীল শেট্টি। তাঁদের বিয়ের তারিখ নিয়ে কথা বলেছিলেন তিনি। জানিয়েছিলেন, মেয়ের বিয়ের তারিখ নিয়ে কিছু বলতে পারবেন না। সেটা একান্তভাবে রাহুল ও আথিয়ার বিষয়। বলেছিলেন, “বাচ্চারা যেদিনই নির্ধারণ করবে, সেদিনই ওদের বিয়ে হবে। এখন এশিয়া কাপ আছে। ওয়ার্ল্ড কাপ আছে। দক্ষিণ আফ্রিকার সফর আছে, অস্ট্রেলিয়ার সফরও আছে। একটু ব্রেক পেলেই বাচ্চারা বিয়ে করে নেবে। একদিনের তো ব্যাপার।”
বিগত তিন বছর ধরে একে-অপরকে ডেট করছেন আথিয়া এবং রাহুল। তাঁদের দু’জনের এক বন্ধু তাঁদের আলাপ করিয়ে দিয়েছিলেন। তারপরই তাঁদের প্রেম হয়। গত বছর সম্পর্কের কথা জনসমক্ষে এনেছিলেন আথিয়া-রাহুল।