প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত প্রথম ওয়েব সিরিজ় জুবিলি এখন সিনেপাড়ার অন্যতম চর্চিত বিষয়। প্রথম ওটিটিতে হাতেখড়ি হচ্ছে টলিপাড়ার বুম্বাদার। তবে বাংলা নয়, হিন্দি এই সিরিজ়েই আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। যার ফলে বলিউডে এখন তাঁর নিত্য উপস্থিতি বর্তমান। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই খবর। বর্তমানে জুবিলির প্রচারেই বারে বারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন তিনি। যার ফলে একাধিক প্রশ্নের মুখোমুখি হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে নানা জল্পনার মাঝে এ কী বললেন অভিনেতা! বলিউডে প্রথম ব্রেক পেয়েছিলেন তিনি সলমনের জনপ্রিয় হিট ছবির দিয়েই? আর সেই ছবি হল ‘ম্যাঁনে পেয়ার কিয়া’!
অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। টানা ত্রিশ বছর পর এই প্রসঙ্গে প্রথম মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জানিয়ে দিলেন, তিনিই প্রথম পছন্দ ছিলেন এই ছবির জন্য। তবে সেই ছবি কেন করা হয়নি, বা তিনি করেননি, তা নিয়ে মুখ খুললেন না তিনি। কারণ জানতে চাওয়ায় তিনি স্পষ্ট বলে দেন, তিনি ভুলে গিয়েছেন, ‘এসব ছাড়ুন, ভুলে যান, বরং আমরা জুবিলি নিয়ে কথা বলি।’ এই মন্তব্য করার পরই ঝড়ের গতিতে ভাইরাল হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হিন্দি ছবির অফারের খবর। কারণ এই ছবিই সলমন খানকে প্রথম লাইম লাইটে আনে।
হিন্দি ছবি প্রসঙ্গে তিনি জানান, তাঁর শেষ হিন্দি ছবি সংঘাই। আর সকলেই জানেন, যে তিনি গত ১০ থেকে ১২ বছর ধরে মূল ধারার বাণিজ্যিক ছবি তিনি করছেন না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এদিন আরও জানান, তিনি নতুন পরিচালকদের সঙ্গেই বেশি কাজ করছেন। যদিও কয়েকদিন আগেও প্রসেনজিৎ জানান, তাঁর এখনও ভাগশ্রীর সঙ্গে যোগাযোগ রয়েছে। শীঘ্রই আমাজ়ন প্রাইমে মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই জুবিলি। এই সিরিজ়ে তাঁকে শ্রীকান্ত রায়ের চরিত্রে দেখা যাবে। বাংলাতেও একাধিক ছবির কাজ এখন অভিনেতার হাতে। সব মিলিয়ে এখন বলিউড-টলিউড মিলে তাঁর ব্যস্ততা তুঙ্গে।