Tollywood Inside: ‘আজকেই ঝড় আসবে…’, সন্ধে ছ’টায় কোন পূর্বাভাসের কথা জানালেন রাজ?

Tollywood Inside: ঘড়ির কাঁটা সন্ধে ছ'টা ছুঁতেই আসবে ঝড়। না আবহাওয়া দফতর এমন কোনও খবর জানায়নি, এই খবরের বার্তাবাহক পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। সেই ঝড়ে ঝোড়ো বাতাস বইবে না, আসবে প্রলয়। হবে তান্ডব-- এমনটাই জানিয়েছেন তিনি।

Tollywood Inside: আজকেই ঝড় আসবে..., সন্ধে ছটায় কোন পূর্বাভাসের কথা জানালেন রাজ?
সন্ধে ছ'টায় কোন পূর্বাভাসের কথা জানালেন রাজ?

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 30, 2023 | 2:04 PM

 

ঘড়ির কাঁটা সন্ধে ছ’টা ছুঁতেই আসবে ঝড়। না আবহাওয়া দফতর এমন কোনও খবর জানায়নি, এই খবরের বার্তাবাহক পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। সেই ঝড়ে ঝোড়ো বাতাস বইবে না, আসবে প্রলয়। হবে তান্ডব– এমনটাই জানিয়েছেন তিনি। কী হতে চলেছেন সন্ধে ছ’টায়? রাজ চক্রবর্তীর ইনস্টা প্রোফাইলে যদি নজর রাখা যায়, তবে দেখা যাবে, বিগত বেশ কিছু দিন ধরেই কিন্তু ঝড়ের আপডেট দিচ্ছিলেন তিনি। জানাচ্ছিলেন অনিমেষ দত্ত ফিরছেন। হ্যাঁ, ঠিকই আন্দাজ করতে পেরেছেন। এ দিন সন্ধেবেলাতেই আসতে চলেছে, রাজের প্রথম সিরিজ ‘আবার প্রলয়’-এর প্রথম ঝলক অর্থাৎ টিজার। সেই খবরই জানিয়ে রাজ বলেন, “হাই, আমরা ঝড়ের কথা বলেছিলাম। ঝড় আসবে আজ সন্ধে ছ’টায়। হ্যাঁ আবার প্রলয় আসছে, জি-ফাইভের পাতায়। চোখ রাখুন। প্রতিটা চরিত্রর কী রকম সেই টিজারই আজ লঞ্চ হবে, সেই টিজারেই ঝড় উঠবে। আমার বিশ্বাস আপনাদের সকলেরখুব ভাল লাগবে। অনিমেষ দত্ত ইজ ব্যাক।” প্রসঙ্গত, এই সিরিজের মধ্যেই দিয়েই ওয়েব দুনিয়ায় ডেবিউ হচ্ছে রাজের। একই সঙ্গে প্রযোজক হিসেবেও হাতেখড়ি হচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। সব মিলিয়ে এই নতুন প্রজেক্ট নিয়ে উত্তেজিত সকলেই।

প্রসঙ্গত, রাজের এই সিরিজের দেখা যাবে, শাসক দলের একগুচ্ছ চেনা মুখকে। দেখা যাবে অভিনেত্রী ও একইসঙ্গে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াকে। থাকবেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ ও সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিকও। এ ছাড়াও মুখ্য চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়সহ অনেককেই। এই মুহূর্তে রাজের পরিবারে দ্বিগুণ খুশি। ফের বাবা হতে চলেছেন তিনি। মা হচ্ছেন শুভশ্রী, দু’দিন আগেই অনুরাগীদের সঙ্গে সে খবর ভাগ করে নিয়েছেন রাজ-শুভশ্রী দু’জনেই। সেই সময়েই একমাত্র টিভিনাইন বাংলাকে রাজ জানান, শুভশ্রী তিন মাসের অন্তঃসত্ত্বা। ডিসেম্বরে ৩ থেকে ৪ হবেন তাঁরা।