বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা একে অপরের সঙ্গে ডেট করছেন বেশি কিছুদিন আগে থেকে। কিন্তু কোথাও গিয়ে যেন সম্পর্কের কথা নিজে মুখে স্বীকার করে নেননি এই জুটির মধ্যে কেউ-ই। তবে এবার তাঁদের খবর হাটের মাঝে প্রকাশ্যে আনলেন রণবীর কাপুর। ১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর ও রশ্মিকা মন্দানার আগামী ছবি অ্যানিম্যাল। এই ছবির প্রচারেই এবার প্রকাশ্যে একে অপরকে নিয়ে মুখ খুললেন রণবীর-রশ্মিকা। তবে রশ্মিকার যে ব্যক্তি জীবনের সিক্রেট এভাবে প্রকাশ্যে নিয়ে চলে আসবেন রণবীর কাপুর, তা হয়তো রশ্মিকা নিজেই অনুমান করতে পারেননি। পররিচালক সন্দীপ রেড্ডি ভার্গার দুই ছবি অর্জুন রেড্ডি ও অ্যানিম্যাল। এই দুই ছবিতে অভিনয় করেছেন যথাক্রমে বিজয় দেবেরাকোন্ডা ও রণবীর কাপুর।
এবার রশ্মিকাকে প্রশ্ন করা হয়, তাঁর রিল লাইফ হিরো (রণবীর কাপুর) বেশি ভাল না রিয়েল লাইফ হিরো (বিজয় দেবেরাকোন্ডা) বেশি ভাল। ইঙ্গিত বুঝতে পেরে চুপ করে থাকেন রশ্মিকা। তখন সকলে বলেন, এটা জানার জন্য সরাসরি বিজয় দেবেরাকোন্ডাকেই প্রশ্ন করা উচিত। এই মন্তব্য করার পরই বিজয়কে ফোন করা হয় তিনি ধরেন না। তখন পাশ থেকে রণবীর বলেন রশ্মিকা ফোন করলে তিনি ধরবেন। এরপর রশ্মিকা তাঁকে ফোন করেন। তিনি সেটাও ধরেন না। তারপরই শুরু হয় টুইস্ট পর্ব। হঠাৎই পরিচালককে ফোন করে বসেন বিজয়। তখন রশ্মিকা তাঁকে হ্যালো বলতেই তিনি তাঁকে হ্যালো বলেন। এরপরই রশ্মিকা তাঁকে সাবধান করে দেন ফোনটা স্পিকারে রয়েছে। তাঁদের মধ্যে এই মিষ্টি কথোপকথন দেখেই কারও আর বুঝতে বাকি রইল না যে তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণটা ঠিক কেমন।