এত দিনের সম্পর্ক, এত বছর ধরে যাদের সঙ্গে কাটিয়েছেন, যে বাড়িতে বড় হয়ে উঠছেন, যা ছিল নিজের, যারা ছিলেন নিজের সবের মায়া কাটিয়ে বিয়ের পর চলে যেতে হয় শ্বশুরবাড়ি। এ নিয়ম বহুদিনের … সেই ট্র্যাডিশন সমানে চলছে… হতে পারেন লিন লাইশরাম সেলিব্রিটি। হতে পারেন তিনি আর এক তারকা রণদীপ হুডার স্ত্রী, কিন্তু দিনের শেষে তিনিও তো মানুষ, একজন নারী। তাই নিজের রাজ্য, পরিচিত গন্ডি, কাছের মানুষ, বাবা-মা’কে ছেড়ে চলে আসার সময় চিৎকার করে অঝোরে কাঁদতে দেখা গেল তাঁকেও।
সম্প্রতি ওই ভিডিয়ো দেখলে চোখের জল ধরে রাখতে পারবেন না আপনিও। যদি আপনি বিবাহিত হন, নারী হন, হয়তো মনে পড়ে যেতে পারে আপনার সেই বিশেষ দিনটির কথাও। বাড়ির গুরুজনকে জড়িয়ে লিন সমানে কেঁদে চলেছেন, আশেপাশের মানুষও তাঁকে জড়িয়ে রেখেছেন… মেয়েকে যেন কিছুতেই কাছছাড়া করতে চাইছেন না তাঁরা। কিন্তু তবুও তো যেতে দিতে হয়, ঠিক যেমন যেতে দিতে হয়েছে লিনকে। স্বামী রণদীপের সঙ্গে যার এই মুহূর্তে ঠিকানা মুম্বই।
দিন কয়েক আগে মণিপুরের রীতিনীতি মেনে বিয়ে করেছেন লিন ও রণদীপ। বিয়েতে তাঁদের থিম ছিল ‘মহাভারত’। মণিপুরী রাজকন্যা চিত্রাঙ্গদার সঙ্গে বিয়ে হয়েছিল অর্জুনের। সেই ইতিহাস ও পুরাণের পুনরাবৃত্তিই যেন কোথাও গিয়ে করেছিলেন ওঁরা। তাঁদের বিয়ের সাজ, আচার উপাচার সামাজিক মাধ্যমে বেজায় প্রশংসিত হয়েছিল।
দেখে নিন সেই ভিডিয়ো…