Richa Chadha: আলি বিবাহিত, দুই সন্তানের বাবা; বলেছিলেন রিচার মা, তারপর…

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 19, 2023 | 6:46 PM

Ali Zafar: আলি জ়াফারের সঙ্গে দেখা করার পর রিচার মা প্রথম দর্শনই বলেছিলেন, "বাহ্, বেশ সুন্দর তো।" জামাই হিসেবে তাঁকে বেশ পছন্দ হয়েছিল তাঁর। ২০২০ সালে প্যান্ডেমিকের মধ্যেই বিয়ে করেছিলেন এই তারকার যুগল। ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন দিল্লিতে। সেই বিয়েরই তথ্যচিত্র তৈরি হয়েছে।

Richa Chadha: আলি বিবাহিত, দুই সন্তানের বাবা; বলেছিলেন রিচার মা, তারপর...
আলি এবং রিচা।

Follow Us

ইসলাম এবং হিন্দু ধর্ম অবলম্বনে বিয়ে করেছিলেন অভিনেতা আলি ফজ়ল এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রিচা চাড্ডা। তাঁদের বিয়ের ভিডিয়ো নিয়ে তথ্যচিত্র তৈরি হচ্ছে। আলি এবং রিচা জানিয়েছেন, বিয়ের ভিডিয়োটি আসলে একটি ডকুমেন্টারি। সেই আলিকে বিয়ে করার সময় আঁতকে উঠেছিলেন রিচার মা। তিনি ভেবেছিলেন আলি বিবাহিত এবং তাঁর দুটি সন্তানও আছে। আসলে রিচার মায়ের এমন ভাবার কারণও রয়েছে। আলি নামে যে আরও এক অভিনেতাও রয়েছে।

বিয়ে করবেন রিচা। বেশ উচ্ছ্বসিত তিনি। পরিবারকে জানিয়েছেন সেই কথা। তার সঙ্গে যে অভিনেতা আলি ফজ়লের সম্পর্ক রয়েছে, তা ব্যক্তও করেছেন সকলের কাছে। রিচার মা আসেন হন্তদন্ত হয়ে মেয়েকে সাবধান করতে। বলেন, “তুমি ঠিক করে দেখে নিয়েছো তো আলির আগে কোনও বিয়ে আছে কি না। আমি তো শুনেছি ছেলেটি লাহোরের। ওর আগে বিয়ে হয়েছে। তাঁর চেয়েও বড় কথা ওঁর দুটো সন্তানও রয়েছে।” এই কথা শুনে অবাক হয়ে গিয়েছিলেন রিচা। আসলে তাঁর মা গুলিয়ে ফেলেছিলেন দুই আলির মধ্যে।

আলি ফজ়লের মতো আলি জ়াফারও রয়েছেন। যিনি বলিউডে বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। গানও গেয়েছেন। তিনি পাকিস্তানের অভিনেতা এবং গায়ক। এই আলির সঙ্গেই রিচা মা গুলিয়ে ফেলেছিলেন আসল আলিকে। তারপর মেয়েকে সাবধানও করেছিলেন। পরবর্তীতে অবশ্য তাঁর ভুল ধারণা ভেঙেছিল।

আলি জ়াফারের সঙ্গে দেখা করার পর রিচার মা প্রথম দর্শনই বলেছিলেন, “বাহ্, বেশ সুন্দর তো।” জামাই হিসেবে তাঁকে বেশ পছন্দ হয়েছিল তাঁর। ২০২০ সালে প্যান্ডেমিকের মধ্যেই বিয়ে করেছিলেন এই তারকার যুগল। ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন দিল্লিতে। সেই বিয়েরই তথ্যচিত্র তৈরি হয়েছে।

Next Article