একের পর এক দাপুটে চরিত্র তাঁর ঝুলিতে। অভিনেতা রণিত রয়, যিনি অধিকাংশের কাছেই মিস্টার বাজাজ নামে পরিচিতি। ধারাবাহিকের অন্যতম চর্চিত চরিত্র। অভিনয়ের দাপটে সকলের নজর কাড়লেও একটা সময় পর্দায় তাঁকে সেভাবে পাওয়া যায়নি। মিহির ভিরানি নামেও জনপ্রিয় হয়েছেন তিনি দর্শক মনে। তবে কেরিয়ারে ৯ বছর নষ্ট হয় এই অভিনেতার। হাতে ছিল না একটাও কাজ। দর্শকেরা চাইলেও তাঁকে পেতেন না। কিন্তু কেন, সেই কঠিন পরিস্থিতির কথা নিজে মুখেই জানালেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, মদ্যপানে আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। কেরিয়ারের শুরুতেই একাধিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন তিনি। ১৯৯২ সালে প্রথম বলিউডে পা রেখেছিলেন তিনি।
তাঁর কথায়, যখন তুমি মদ্যপান করবে, তখন তুমি অনেক ভুল করে বসে। একটাই ভুল আমি জীবনে কোনওদিন করিনি, সেটা হল আমি কোনওদিন শুটিং-এ দেরি করে আসিনি। আমার আসে পাশে কোনও বিশেষ ব্যবস্থা থাকত না। কারণ আমি শুটিং শুরুর চার ঘণ্টা আগে থেকে মদ্যপান করতাম। যার ফলে তাঁর ব্যবহারে পরিবর্তন আসতে শুরু করে। এটাই তাঁর জীবনের ভুল বলে তিনি দাবি করেন, যার জন্যে তিনি ক্রমেই সিনেপাড়া থেকে সরে গিয়েছিলেন একটা নির্দিষ্ট সময়ের পর। তিনি বুঝতে পারতেন, কিন্তু কিছুতেই নিজের এই অভ্যাস ছাড়তে পারতেন না। তবে বর্তমানে একগুচ্ছ ছবির অফার তাঁর ঝুলিতে। বেশ কয়েকটি সিরিজেও কাজ করতে দেখা যাচ্ছে তাঁকে। তাঁর আসন্ন কাজের মধ্যে রয়েছে NBK 109।