ওটিটি বিগ বস-এর দ্বিতীয় সিজনে সঞ্চালকের ভূমিকায় জায়গা করে নেন সলমন খান। এক কথায় বিগ বস যেন তাঁকে ছাড়া অচল। তাই প্রথমবার এই শোয়ের সঞ্চালক হিসেবে কারণ জোহার নির্বাচিত হলেও, দ্বিতীয়বার আর তাঁকে ফিরে পাওয়া গেল না। দর্শকদের অনুরোধে ও চ্যানেলের উদ্যোগে সলমন খানই থাকলেন ওটিটি সঞ্চালকের ভূমিকায়। যার ফলে ভিউ আগের থেকে এক লাফে বেড়ে গেল অনেকটাই। ওটিটি বিগ বস ভক্তদের কাছে মূল আকর্ষণই হল, প্রতিযোগীদের মধ্যে তর্জা, অশান্তি, মনোমালিন্য, প্রতিযোগিতা, এমনকি রেষারেষি। যা, প্রতিনিয়ত ক্যামেরা বন্দি হচ্ছে। একাংশের মতে এই রিয়্যালিটি শো পুরোটাই সাজানো, পুরোটাই স্ক্রিপ্টেড।
যদিও অপর অংশ আবার বেশ উপভোগ করে থাকেন, প্রতিযোগীদের মধ্যে নিত্য এই বচসা। যার মাথায় থাকেন খোদ সলমন খান। তবে দেখতে দেখতে এবার ওটিটি সিজন শেষ হওয়ার পালা। মন খারাপ ভক্তদের। তবে এবার সারপ্রাইজ দিলেন খোদ সলমন খান। জানিয়ে দিলেন ইতিমধ্যেই ৪০০ কোটি ভিউ ছাড়িয়েছে সিজনের। তাই সিদ্ধান্ত নেওয়া হল আরও ১৪ দিন বাড়িয়ে দেওয়া হবে এই পর্ব। অর্থাৎ আরও দুই সপ্তাহ দেখা যাবে বিগ বস ওটিটি। এই খবর প্রকাশ্যে আনার পরই প্রতিযোগীদের উদ্দেশ্যে সলমন খান দেন এক কড়া বার্তা।
দর্শকদের ইচ্ছের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে ঠিকই, তবে এই ভিউ ধরে রাখা এবং দর্শকদের মনোরঞ্জন করার সম্পূর্ণ দায়িত্বটাই নিতে হবে প্রতিযোগীদের, এমনটাই সাফ জানিয়ে দেন ভাইজান। কারণ দু’সপ্তাহ এই শোয়ের মেয়াদ বেড়ে যাওয়া মানেই মোটা টাকা খরচ বহন করতে হবে চ্যানেল কর্তৃপক্ষকে। বেড়ে যাবে প্রতিযোগীদের পারিশ্রমিক। আর এইসব খরচ তুলতে বেশি হবে ততই মঙ্গল। সবমিলিয়ে এখন বিগ বস ভক্তরা বেশ খুশি। শেষ হচ্ছে না রিয়্যালিটি শো, আরও ১৪ দিন এই ঘরের সদস্যদের নানা কাণ্ড উপভোগ করবেন দর্শকেরা।