Bigg Boss OTT: একই কাণ্ড দু’বার ঘটালেন সলমন? সত্যি বিগ বস ওটিটি-তে হচ্ছে এই বদল…
Salman Khan: আরও দুই সপ্তাহ দেখা যাবে বিগ বস ওটিটি। এই খবর প্রকাশ্যে আনার পরই প্রতিযোগীদের উদ্দেশ্যে সলমন খান দিয়েছিলেন এক কড়া বার্তা। তবে এই শেষ নয়, এখন ভক্তরা অপেক্ষায় হয়তো আরও বাড়তে পারে এই শোয়ের মেয়াদ।
বিগ বস ওটিটি, বর্তমানে সর্বাধিক চর্চিত রিয়্যালিটি শো। সলমন খান থেকে শুরু করে ঘরে থাকা সেলেব প্রতিযোগীরা, প্রত্যেকেই এই শো-কে জনপ্রিয় করে তুলেছে। প্রতিটা দিন সোশ্যাল মিডিয়ায় বিগ বস ওটিটি-র কোনও না কোনও খবর ট্রেন্ডিং। ঝড়ের গতিতে তা ভাইরাল হয় নেট দুনিয়ার পাতায়। তাই আগেই এই শোয়ের সময় সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল চ্যানেল। যা খোল সলমন খান জানিয়ে দিয়েছিলেন। তবে এবার সূত্র মারফত খবর, এই একই সিদ্ধান্ত আবারও নিতে চলেছে চ্যানেল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল। বিগ বস ওটিটি নিয়ে দর্শক মনে যেভাবে চাহিদা তুঙ্গে উঠেছে, তার জেরেই এবার আবারও এমন সিদ্ধান্ত নাকি নিতে চলেছে চ্যানেল। যেখবর পলকে ভাইরাল।
তবে এই প্রসঙ্গে সলমন খান কিংবা চ্যানেলের তরফ থেকে কিছুই জানানো হয়নি। বর্তমানে এই শোয়ের ষষ্ঠ সপ্তাহ চলছে। ওটিটি বিগ বস ভক্তদের কাছে মূল আকর্ষণই হল, প্রতিযোগীদের মধ্যে তর্জা, অশান্তি, মনোমালিন্য, প্রতিযোগিতা, এমনকি রেষারেষি। যা, প্রতিনিয়ত ক্যামেরা বন্দি হচ্ছে। একাংশের মতে এই রিয়্যালিটি শো পুরোটাই সাজানো, পুরোটাই স্ক্রিপ্টেড। তবে এই দিন বাড়ানোর প্রসঙ্গে আগেই মুখ খুলেছিলেন সলমন খান।
দেখতে দেখতে এবার ওটিটি সিজন শেষ হওয়ার পালা। মন খারাপ ভক্তদের। তবে আগেই সারপ্রাইজ দিয়েছিলেন খোদ সলমন খান। জানিয়ে দিলেন ইতিমধ্যেই ৪০০ কোটি ভিউ ছাড়িয়েছে সিজনের। তাই সিদ্ধান্ত নেওয়া হল আরও ১৪ দিন বাড়িয়ে দেওয়া হবে এই পর্ব। অর্থাৎ আরও দুই সপ্তাহ দেখা যাবে বিগ বস ওটিটি। এই খবর প্রকাশ্যে আনার পরই প্রতিযোগীদের উদ্দেশ্যে সলমন খান দিয়েছিলেন এক কড়া বার্তা। তবে এই শেষ নয়, এখন ভক্তরা অপেক্ষায় হয়তো আরও বাড়তে পারে এই শোয়ের মেয়াদ।