অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ‘অটো ইমিউন রোগ’ মায়োসাইটিসে আক্রান্ত। এই রোগের চিকিৎসার জন্য এই মাসের শেষের দিকেই বিদেশে উড়ে যাওয়ার কথা তাঁর। শুধু তাই নয়, প্রায় এক বছর ব্রেকও নিয়েছেন কাজ থেকে। সম্প্রতি রটে মায়োসাইটিসের মতো এক জটিল ও খরচসাধ্য রোগের চিকিৎসার জন্য নাকি প্রায় ২৫ কোটি নিয়েছেন সামান্থা। হাত পেতেছেন এক দক্ষিণী সুপারস্টারের কাছে। সত্যিটা কী? এবার মুখ খুললেন নায়িকা নিজেই। সামান্থা লেখেন, “মায়োসাইটিসের চিকিৎসার জন্য ২৫ কোটি? খুব খারাপ ডিল। আমি জানিয়ে রাখি এর চেয়ে অনেক কম খরচ হচ্ছে আমার। আমার মনে হয় না,এর আগে আমি বিনা পয়সায় কাজ করেছি। ধন্যবাদ। মায়োসাইটিস এমন এক অবস্থা যেই রোগে হাজার হাজার মানুষ আক্রান্ত হন। তাই এর চিকিৎসা নিয়ে ভুল তথ্য দেবেন না।” সামান্থা সাফ জানিয়ে দিয়েছেন, তাঁকে নিয়ে যা রটেছে তা একেবারেই মিথ্যে, ভুল। মোটেও কোনও টাকা তাঁকে নিতে হয়নি কারও কাছ থেকেই।
প্রসঙ্গত, এই রোগের চিকিৎসার জন্য বেশ কিছু বড় প্রজেক্ট ছাড়তে বাধ্য হয়েছেন সামান্থা। এতে তাঁর প্রায় ১৮ কোটি খরচ হয়েছে বলেই খবর। যদিও এ সব নিয়ে চিন্তিত নন অভিনেত্রী। সুস্থ হয়েই তিনি কাজে ফিরতে চান। এমনটাই জানিয়েছেন তাঁর মুখপাত্র। ২০২২ সালে এক যৌথ বিবৃতির মাধ্যমে সামান্থা ও তাঁর সাবেক স্বামী বিচ্ছেদের ঘোষণা করেন। সে সময়ও সামান্থাকে নিয়ে কম তথ্য রটেনি। রটে সামান্থার খোলামেলা পোশাক ও দৃশ্যে বেশ আপত্তি ছিল আক্কিনেনি পরিবারের। এও রটে এই হস্তক্ষেপ নাকি মেনে নিতে পারেননি তিনি। যদিও এই রটনার সত্যতা নিয়ে সামান্থা বরাবরই ছিলেন নীরব।