সন্দীপ্তা সেন। বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় অভিনেত্রী। বড়পর্দা থেকে শুরু করে ছোটপর্দা, ওটিটি সর্বত্রই তাঁর রাজত্ব বর্তমান। একের পর এক ভাল কাজ করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। কাজের ফাঁকে সময় পেলেই ঘুরতে যেতে বেশ পছন্দ করেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে একের পর এক ছবি থেকে রিল পোস্ট করে থাকেন তিনি। যা মুহূর্তে ভক্তদের নজর কাড়ে। এবারও ব্যতিক্রম হল না তার। পাহাড় কোলে সন্দীপ্তা। হটপ্যান্টে ঠাণ্ডার জায়গায় ফ্যাশন করতে গিয়ে এ কী হাল?
জলে পা দিতেই বিকট চিৎকার করে উঠলেন সন্দীপ্তা সেন। ঠাণ্ডা সহ্য করতে না পেরেই এই প্রতিক্রিয়া। তবে তাঁর এই কাণ্ড দেখে বেজায় অবাক নেটপাড়া। এত ঠাণ্ডা যদি হয়, তবে হটপ্যান্ট কেন? চরম ট্রোল্ড হতে হল সন্দীপ্তাকে। কেউ লিখলেন, এত কেউ চেচাই ,বাড়িতে ভাবছে ঔইসব দেখছি, যেখানে হট প্যান্ট পরে আছেন সেখানে, ঠান্ডা লাগা বিলাসিতামাত্র…। কেউ আবার তাঁর পুরোনো ধারাবাহিকের প্রসঙ্গ টেনে লিখলেন, দুর্গার বিরুদ্ধে দামিনীর চক্রান্ত…। একটা সময় দুর্গা ধারাবাহিক দীর্ঘদিন ধরে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিল।
নেটিজ়েনরা সেই প্রসঙ্গ টেনে আনতেও পিছপা হননি। একের পর এক পোস্ট ঘিরে যেমন সন্দীপ্তার প্রশংসার ঝড় ওঠে, তেমনই আবার সময় সুযোগ বুঝে সেই সেলেবকেই একহাত নিতে পিছপা হন না কেউ-ই। ট্রোলের শিকার অতীতেও হতে হয়েছে তাঁকে। সন্দীপ্তা বর্তমানে ধারাবাহিক থেকে বেশ কিছুদিনের বিরতি নিয়েছেন। বেছে বেছে কাজ করছেন তিনি। তবে একটানা কাজ যেন মোটেও পছন্দের নয় সন্দীপ্তার। তাই সময় সুযোগ পেলেই তিনি বেরিয়ে পড়েন ঘুরতে। এবারও তার ব্যতিক্রম হল না। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই পোস্টেই বর্তমানে নজর আটকে নেটপাড়ার। যদিও সন্দীপ্তা ক্যান্ডিড লুকেই এই ভিডিয়োতে স্পষ্টই দেখা যায় সন্দীপ্তা বেশ উপভোগ করছেন গরমের মরশুমে পাহাড়ের ঠাণ্ডা…।