
কখনও নাইটি পরে মা ব্রিজে, আবার কখনও বা কাদা কাদা হয়ে ভিডিয়ো– স্যান্ডি সাহা মানেই থোড়া হটকে। কখনও ছবির প্রচারের জন্য যশ দাশগুপ্তকে খুল্লামখুল্লা ফ্লার্ট, আবার কখনও বাঁ হিরো আলমের স্ত্রী হওয়ার দাবি— প্রচারের আলোয় নিজেকে মেলে ধরতে হেন কাজ স্যান্ডি করেননি এমনটা কিন্তু নয়। এ হে স্যান্ডিই এবার প্রেমে। অন্তত তাঁর দাবি এমনটাই। সম্প্রতি বাংলাদেশ গিয়েছিলেন তিনি। সেখানেই এই কনটেন্ট ক্রিয়েটার জানিয়েছেন তাঁর মনে এখন বসন্ত। এও জানিয়েছেন, কোনও কনটেন্টের জন্য নয়, সত্যি সত্যিই তিনি প্রেমে পড়েছেন ওই দেশের এক মানুষের। যদিও এখনই সেই রহস্য পুরুষকে সামনে আনতে চান না তিনি। সবটাই ক্রমশ প্রকাশ্য।
স্যান্ডির কথায়, ” বাংলাদেশে এসে একজন মানুষকে আমার ভাল লেগেছে ভীষণ। আমি নাম বলছি না। তিনিও ঢাকার মানুষ, বাংলাদেশের মানুষ। প্রেমে পড়া বলে না, মনের দিক দিয়ে ফুল ফুটেছে। আমি জানি না ভবিষ্যতে কী হবে, তবে যদি জিজ্ঞাসা করেন কেউ আছেন নাকি, তাহলে বলব হ্যাঁ, একজন আছে যার সঙ্গে ভবিষ্যতে একসঙ্গে থাকার কথা ভাবছি। মন থেকে ইচ্ছে আছে।” স্যান্ডি জানিয়েছেন, দেশে ফিরে আপাতত কিছুটা সময় নিজেকে ও সেই মনের মানুষকে দিতে চান তিনি। এর পরেও যদি দু’জনে একই টান তিনি ও সেই মানুষটি অনুভব করেন, তবে ‘বাংলাদেশের জামাই’ হতে কোনও আপত্তি নেই তাঁর। তবে বিয়েটা করতে হভে ভারতেই। স্যান্ডির কথায়, ” বিয়েটা ভারতেই করতে হবে কারণ সমকামীতা বাংলাদেশে অপরাধ। তাই চাইলেও বাংলাদেশে করা যাবে না।” কে হতে পারেন স্যান্ডির প্রেমিক? এ নিয়ে যখন চলছে একগুচ্ছ জল্পনা, তখন স্যান্ডি চেয়ে নিয়েছেন কিছুটা সময়। একই সঙ্গেও দিয়েছেন আশ্বাসও। সময় এলে সবাইকে সবটা নিজের মুখে জানাবেন সে কথাও দিয়েছেন তিনি।