Sanjay Dutt: মেয়েদের মন জয় করতে হবে! মায়ের কবর নিয়েও মিথ্যে বলতে ছাড়েননি সঞ্জয়

Sanjay Dutt: ৩০৮ জন মহিলার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর-- এরকমটাই দাবি করেছিলেন বলিউডের 'ওম্যানাইজার' সঞ্জয় দত্ত। তাঁর বায়োপিক বানিয়েছিলেন রাজকুমার হিরানি।

Sanjay Dutt: মেয়েদের মন জয় করতে হবে! মায়ের কবর নিয়েও মিথ্যে বলতে ছাড়েননি সঞ্জয়
সঞ্জয়

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 29, 2023 | 9:15 PM

 

৩০৮ জন মহিলার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর– এরকমটাই দাবি করেছিলেন বলিউডের ‘ওম্যানাইজার’ সঞ্জয় দত্ত। তাঁর বায়োপিক বানিয়েছিলেন রাজকুমার হিরানি। সেখানেই তাঁর জীবনের ঝলক দেখা গিয়েছিল খানিক। আজ অর্থাৎ শনিবার তাঁর জন্মদিন। সিনেমা তৈরির সময় তাঁকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেন পরিচালক রাজকুমার হিরানি। জানিয়েছিলেন, মেয়েদের মন জয় করতে মায়ের কবর স্থান নিয়েও মিথ্যে বলতে ছাড়েননি তিনি। সঞ্জয় দত্তের মা নার্গিসও ছিলেন অভিনেতা। মেয়েদেরকে মুগ্ধ করতে এক কবরস্থানে নিয়ে আসতেন তিনি। দাবি করতেন, ওই কবরের নিচেই শান্তির নিদ্রায় রয়েছেন নার্গিস। কিন্তু না, তা সত্যি নয়।

তবে সত্যি হল, ওটি মোটেও নার্গিসের কবর ছিল না। কার যে কবর আদপে ছিল তা সঞ্জয় নিজেও জানতেন না। শুধু মেয়েদের বলতেন, “আমার মায়ের সঙ্গে দেখা করানোর জন্য তোমায় এখানে নিয়ে এলাম। হিরানির কথায়, “মেয়েটি ওই কথা শুনে আবেগঘন হয়ে পড়তেন। ব্যস, কেল্লাফতে।” নারীদের প্রতি আকর্ষণের কথা লুকিয়ে রাখেননি সঞ্জয়। তাঁর বায়োপিকেও বারেবারেই এসেছে এই প্রসঙ্গ। যদিও এখন তিনি ঘোরতর সংসারী। স্ত্রী মান্যতা আর দুই সন্তানের সঙ্গে তাঁর সুখের সংসার। ক্যানসারকে হার মানিয়ে আবারও সিনেমায় ফিরে এসেছেন তিনি। হাতে রয়েছে একগুচ্ছ কাজ।